ঢাকাবুধবার , ২৩ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

‘লা*শ মানেই রাজনীতি আর কনটেন্ট’

ক্রাইম টাইমস রিপোর্ট
জুলাই ২৩, ২০২৫ ১:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: স্মরণকালের ভয়াবহ বিমান দুর্ঘটনার সাক্ষী হলো গোটা বাংলাদেশ। রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়েই চলেছে।
এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যুর খবর মিলেছে, যাদের মধ্যে অধিকাংশই শিশু। এছাড়াও আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন শতাধিকেরও বেশি।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে উৎসুক জনতা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের আশে-পাশে জটলা পাকিয়ে ভিডিও করেছে। এবার এ ঘটনার প্রতিবাদ করেছেন সংগীতশিল্পী ও সোশ্যাল ইনফ্লুয়েনসার তাশরীফ খান।
পোস্ট দিয়ে তাশরীফ খান লিখেছেন, ‘একটা অসুস্থ জাতি, যেখানে লাশ মানেই রাজনীতি আর কনটেন্ট।’ মন্তব্যের ঘরে নেটিজেনরা তাশরীফের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন।

প্রসঙ্গত, সোমবার দুপুর ১টার পর রাজধানীর উত্তরায় দুর্ঘটনায় পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পড়ে এবং বিধ্বস্ত হয়।

সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায়। যে ভবনে এটি বিধ্বস্ত হয় সেখানে বহু স্কুল শিক্ষার্থী ছিল বলে জানা গেছে। যাদের বেশিরভাগই হতাহত হয়েছে।