ঢাকাবুধবার , ২৩ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

শিশুকে ধ*র্ষ*ণের অভি*যোগে একজন আ*ট*ক

ক্রাইম টাইমস রিপোর্ট
জুলাই ২৩, ২০২৫ ১:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: নাস্তা করানোর কথা বলে দোকানের পিছনে নিয়ে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. শাহীন (৫৩) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে খাগড়াছড়ির রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের রসুলপুর এলাকায় এ ঘটনায় ঘটে। আটক শাহীন রসুলপুর এলাকায় ব্যবসা করেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বাড়ির পাশে দোকান হওয়ায় ভিকটিম শিশুটি প্রতিদিনই শাহীনের দোকানে যেত। মঙ্গলবার দুপুরে শিশুটি দোকানে গেলে শাহীন তাকে নাস্তা খাওয়ানোর কথা বলে দোকানের পেছনে নিয়ে যায়। পরে সে শিশুটিকে ধর্ষণ করে।
ধর্ষণের পর শিশুটি রক্তাক্ত অবস্থায় কাঁদতে থাকলে স্থানীয়রা বিষয়টি জানতে পারে। তারা তাৎক্ষণিক শাহীনকে আটক করে এবং রামগড় থানায় খবর দেয়।

রামগড় থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দীন বলেন, শিশু ধর্ষণে অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। ভিকটিমকে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাতেই খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে রেফার করা হয়েছে।