ঢাকাবৃহস্পতিবার , ২৪ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

আ*সা*মি ছাড়িয়ে নিতে থানায় বিএনপি-গণঅধিকার পরিষদের নে*তা*ক*র্মীদের হা*তা*হা*তি

ক্রাইম টাইমস রিপোর্ট
জুলাই ২৪, ২০২৫ ১:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: ঠাকুরগাঁওয়ে আসামিকে ছাড়িয়ে নিতে থানায় বিএনপি-গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। বুধবার (২৩ জুলাই) দুপুরে জেলার রাণীশংকৈল থানায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, মঙ্গলবার রাতে রাণীশংকৈল ও হরিপুর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে আওয়ামী লীগের সাতজন কর্মীকে গ্রেপ্তার করে। এদের মধ্যে হরিপুর উপজেলার চৌরঙ্গী এলাকার শিহিপুর গ্রামের বদিউর জামানের ছেলে রুহুল আমিনকেও গ্রেপ্তার করা হয়। বিনা অপরাধে রুহুল আমিনকে গ্রেপ্তার করা হয়েছে দাবি করে কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন ও রাণীশংকৈল উপজেলার সাধারণ সম্পাদকসহ নেতাকর্মী তার মুক্তির দাবিতে থানায় অবস্থান নেন। একপর্যায়ে মামুনুর রশিদ মামুন ও জাফর আলীর সঙ্গে পুলিশের বাগবিতণ্ডা হয়। এ সময় রাণীশংকৈল উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহাদাত আলীসহ অন্যান্য নেতাকর্মীরা থানায় এলে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সঙ্গে তাদের হাতাহাতির ঘটনা ঘটে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক উত্তেজিত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে আসামিদের ঠাকুরগাঁও আদালতে পাঠিয়ে দেন তিনি।

গ্রেপ্তারকৃতরা হলেন- রাণীশংকৈল উপজেলার খঞ্জনা গ্রামের মৃত খেজমত আলীর ছেলে মতিউর রহমান (৩৪), নেকমরদ এলাকার বশির উদ্দিনের ছেলে দবিরুল ইসলাম (৬৫), একই এলাকার দবিরুলের ছেলে রবিউল ইসলাম (৩৫), হরিপুর উপজেলার শাহারগাঁও গ্রামের মৃত আব্দুল ওয়াদুদের ছেলে আব্দুল্লা আল কাফি (৪৭), শিহিপুর গ্রামের মৃত বদিউজ্জামানের ছেলে রুহুল আমিন (৪৪), বড়ুয়াল গ্রামের রফিকুলের ছেলে নাঈম ইসলাম (২৬) ও আমগাঁও গ্রামের জহিরুল হকের ছেলে তহিদুল (২৫)।