ঢাকাশনিবার , ২৬ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে স্বপ্ন সুপার শপকে ১০ হাজার টাকা জরিমানা

ক্রাইম টাইমস রিপোর্ট
জুলাই ২৬, ২০২৫ ১১:৩৪ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখার দায়ে বরিশালে স্বপ্ন সুপারশপ ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৬ জুলাই) বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুল হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বরিশাল সদর রোড শাখার ওই শপে অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা করেন। ওজন ও মানদণ্ড আইনের ২০১৮ এর ৪৮ ধারায় এই জরিমানা করা হয়েছে।
স্বপ্ন সুপার শপের এক সেলসম্যান জানান- ভ্রাম্যমাণ আদালত স্বপ্ন সুপার শপে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য পান। ভূলবশত মেয়াদ উত্তীর্ণ ওই পণ্যটি না সরিয়ে সামনে রাখা হয়েছিল। পরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে বিএসটিআইয়ের কর্মকর্তারাও অংশ নেন বলে জানা গেছে।