ঢাকামঙ্গলবার , ২৯ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশালের শহীদ আবদুর রব সেরনিয়াাত টিচার্স ট্রেনিং কলেজের নাম পরিবর্তন

ক্রাইম টাইমস রিপোর্ট
জুলাই ২৯, ২০২৫ ৬:৫০ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় নেতা ও বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের নামে থাকা শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তনের পর এবার শিক্ষাপ্রতিষ্ঠানের স্থাপনার নাম পরিবর্তন করেছে সরকার। এ দফায় চারটি শিক্ষাপ্রতিষ্ঠান ও ২০টি শিক্ষা শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে। এছাড়া একটি নবনির্মত স্থাপনার নতুন নামকরণ করা হয়।

মঙ্গলবার (২৯ জুলাই) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ বিভিন্ন স্থাপনার নাম পরিবর্তন করে।

খুলনায় বাংলা কলেজের নাম পরিবর্তন করা হয়েছে। আর শেখ হাসিনার নাম পরিবর্তন করে স্থপনার নামকরণ ‘৩৬ জুলাই’ এবং শেখ রাসেলের নাম পরিবর্তন করে ‘বিজয় ২৪’ করা হয়েছে।
প্রজ্ঞাপনে বরিশালের শহীদ আবদুর রব সেরনিয়াাত সরকারি টিচার্স ট্রেনিং কলেজের নাম পরিবর্তন করে করা হয়েছে সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, বরিশাল; খুলনার সরকারি জয়বাংলা কলেজের নাম পরিবর্তন করে করা হয়েছে খুলনা সরকারি কলেজ, ভৈরবের জিল্লুর রহমান সরকারি মহিলা কলেজের নাম পরিবর্তন করে করা হয়েছে ভৈরব সরকারি কলেজ।

শিক্ষাপ্রতিষ্ঠানের স্থাপনাগুলো মধ্যে ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের স্থাপনা থেকে বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের নাম বাদ দিয়ে নতুন নাম দেওয়া হয়েছে। আর সরকারি বাংলা কলেজের নবনির্মিত ভবনের নতুন নামকরণ করা হয়েছ শহীদ সাগর ছাত্রবাস। এছাড়া কক্সবাজার সরকারি কলেজের শেখ হাসিনা অ্যাকাডেমিক ভবনের নাম পরিবর্তন করে নাম রাখা হয়েছে ‘৩৬ জুলাই’ ভবন, আর শেখ হাসিনা ছাত্রী নিবাসের নামকরণ করা হয়েছে ‘দোলনচাঁপা’।

পাবনার সরকারি অ্যাডওয়ার্ড কলেজের বেগন ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রীনিবাসের নাম পরিবর্তন করে রাখা হয়েছে আয়েশা (রা.) ছাত্রীনিবাস, আর শেখ রাসেল ছাত্র নিবাসের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘বিজয় ২৪’ ছাত্রনিবাস।