
নিউজ ডেস্ক :: নেটিজেনদের নজর কাড়লেন কুসুম শিকদারঅভিনেত্রী কুসুম শিকদার নাটকের পাশাপাশি চলচ্চিত্রে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। শুধু অভিনয়েই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি সমানভাবে সরব। আর তাই নতুন লুক বা নতুন ফটোশুট মানেই ভক্ত-অনুরাগীদের মাঝে একরাশ মুগ্ধতা।
সম্প্রতি নিজের একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন কুসুম। খোলা চুল, মিষ্টি হাসি আর চোখে কাজলের সাজে তিনি যেন নেটিজেনদের মন জয় করে নিয়েছেন। কমেন্ট বক্স ভরে গেছে প্রশংসার বন্যায়। এক ভক্ত লিখেছেন— ‘সেই চিরচেনা মিষ্টি হাসি।’
নেটিজেনদের নজর কাড়লেন কুসুম শিকদারশাড়িতেও দুর্দান্ত মানিয়েছে কুসুম শিকদারকে। কানে দুল, খোঁপায় ফুল, গলায় মালা— যেন বাঙালি মেয়ের রূপে ফুটে উঠেছেন তিনি।
তবে এখানেই থেমে থাকেননি। ওয়েস্টার্ন পোশাকেও সমান আবেদন ছড়িয়েছেন কুসুম। সাদা ব্লেজার আর শার্টে আবেদনময়ী লুকে করা এক ফটোশুট ভক্তদের মনে নতুন দোলা দিয়েছে। এক অনুরাগীর মন্তব্য— ‘অপরূপ সুন্দর লাগছে।’
সব মিলিয়ে নতুন রূপে কুসুম শিকদারের ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে, আর নেটিজেনদের নজর কাড়তে সফল হয়েছেন তিনি।