ঢাকাবৃহস্পতিবার , ৩১ জুলাই ২০২৫

উজিরপুরে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

ক্রাইম টাইমস রিপোর্ট
জুলাই ৩১, ২০২৫ ৬:০৪ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: বরিশাল জেলার উজিরপুর উপজেলায় পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারী ইনস্টিটিউশনস স্কিম, এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ২০২২-২৩ সালের শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে বরিশাল জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ হারুনুর রশিদের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের হিসাব রক্ষক মোঃ আরিফুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা। বিশেষ অতিথির বক্তৃতা করেন মাধ্যমিক শিক্ষা ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের গবেষনা কর্মকর্তা মোঃ রিয়াদ আরাফাত। শুভেচ্ছা বক্তব্য রাখেন উজিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবিএম জাহিদ হোসেন। এছাড়া বক্তৃতা করেন উজিরপুর শেরে বাংলা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শ্রেষ্ঠ শিক্ষার্থী মারজান মেঘা, মালিকান্দা মাহমুদিয়া আলিম মাদ্রাসার শ্রেষ্ঠ শিক্ষার্থী মোঃ ইমরানুল হক, ধামুরা ডিগ্রী কলেজের শ্রেষ্ঠ শিক্ষার্থী মোঃ ইমতিয়াজ হক, সরকারী শেরে বাংলা কলেজের শ্রেষ্ঠ শিক্ষার্থী রাজিয়া সুলতানা।
অবিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন কালকিনি উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল কালাম, শেরে বাংলা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, সরকারী শেরে বাংলা কলেজের ভাইস প্রিন্সিপাল মোঃ আনিচুর রহমান। উপস্থিত ছিলেন উজিরপুর আলিম মাদ্রসার অধ্যক্ষ মাওলানা মোঃ নুরুল হক আজহারী, বি এন খান ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা বলেন- শিক্ষার্থীদের আরো কঠোর পরিশ্রম করতে হবে, শিক্ষা খাতকে আরো এগিয়ে নিতে হবে, মানুষের জন্য কাজ করত হবে, দেশকে এগিয়ে নিতে দেশের জনগনের জন্য কাজ করতে হবে।

এছাড়া শ্রেষ্ঠ শিক্ষার্থীদের উদ্দেশ্য বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন। পরিশেষে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা।