ঢাকাশুক্রবার , ১ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

শিশুকে ব*দ নজর থেকে নিরাপদ রাখার দোয়া

ক্রাইম টাইমস রিপোর্ট
আগস্ট ১, ২০২৫ ৫:৫৩ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, বদনজর সত্য। (সহিহ বুখারি) অর্থাৎ বদনজরের কুপ্রভাব পড়ে এটা অমূলক বা ভিত্তিহীন কোনো ধারণা নয়, এটা সত্য। আরেকটি হাদিসে রাসুল (সা.) বলেছেন, তোমরা বদ নজরের খারাপ প্রভাব বাঁচতে আল্লাহ তায়ালার সাহায্য প্রার্থনা কর, কারণ তা সত্য। (সুনানে ইবনে মাজা)

বদনজর সব বয়সের মানুষের ওপরই পড়তে পারে। তবে সাধারণত শিশুদের ওপর বদনজরের কুপ্রভাব বেশি পড়ে যেহেতু শিশুরা শারীরিকভাবে দুর্বল হয়, তাদের রোগ-প্রতিরোধ ক্ষমতা কম থাকে। তাই শিশুদের বদনজরের প্রভাব থেকে রক্ষার জন্য বিশেষভাবে আল্লাহ তাআলার আশ্রয় ও সাহায্য প্রার্থনা করা উচিত।
নবিজি (সা.) তার নাতি হাসান-হোসাইনের জন্য আল্লাহর কাছে বদনজর থেকে আশ্রয় প্রার্থনা করে দোয়া করতেন,

أُعِيذُكُمَا بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ وَمِنْ كُلِّ عَيْنٍ لامَّةٍ
উচ্চারণ: উয়ীযুকুমা বিকালিমাতি-ল্লাহিত-তাম্মাহ মিন কুল্লি শায়ত্বানিউঁ ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিল লাম্মাহ।

অর্থ: আমি আল্লাহর পরিপূর্ণ বাণীসমূহের উসিলায় প্রত্যেক শয়তান ও কষ্টদায়ক জন্তু থেকে এবং প্রত্যেক ক্ষতিকর নজর থেকে আল্লাহর কাছে তোমাদের জন্য আশ্রয় প্রার্থনা করছি। (সহিহ বুখারি)
(দোয়াটি একজন শিশুর জন্য পড়লে ‘উয়ীযুকা’, দুইজনের জন্য ‘উয়ীযুকুমা’ আর দুইয়ের অধিক হলে ‘উয়ীযুকুম’ বলতে হবে।)

শিশুকে বদনজর থেকে নিরাপদ রাখতে সকালে ও সন্ধ্যায় এই দোয়াটি পড়ে শিশুর গায়ে ফুঁ দিতে পারেন। এ ছাড়া সকাল-সন্ধ্যা তিন কুল অর্থাৎ সুরা ইখলাস, সুরা ফালাক ও সুরা নাস তিনবার করে পড়েও শিশুর গায়ে ফুঁ দিতে পারেন। আব্দুল্লাহ ইবনে খুবাইব (রা.) বলেন, রাসুল (সা.) আমাকে বলেছেন, সকালে ও সন্ধ্যায় সুরা ইখলাস, সুরা ফালাক ও সুরা নাস তিনবার করে পড়ুন, এ আমল প্রতিটি (ক্ষতিকর) জিনিস থেকে নিরাপত্তার জন্য যথেষ্ট হবে। (সুনানে তিরমিজি, সুনানে আবু দাউদ)

বদনজর থেকে রক্ষার জন্য শিশুর কপালে কালো টিপ লাগানো যাবে?
শিশুকে বদনজর থেকে রক্ষা করার জন্য শিশুর সৌন্দর্য কমানোর উপায় হিসেবে তার কপালে কালো টিপ দেওয়া নাজায়েজ নয়। বর্ণিত রয়েছে, একবার হজরত ওসমান (রা.) একটি সুদর্শন শিশুকে দেখে বললেন, তার চিবুকে একটি কালো দাগ দিয়ে দাও, যাতে তার ওপর অশুভ দৃষ্টি না পড়ে। (শরহুস সুন্নাহ লিলবাগাবী)
তবে কালো টিপের কোনো অলৌকিক ক্ষমতায় বিশ্বাস করা যাবে না। এটাকে লাভ-ক্ষতির মালিক মনে করা যাবে না। কোনো রকম অলৌকিক ক্ষমতায় বিশ্বাস থেকে কালো টিপ লাগালে তা নাজায়েজ ও গর্হিত পাপ হবে।