ঢাকারবিবার , ৪ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

৮ মাসে কোরআনে হাফেজ হলেন ১০ বছর বয়সী শিশু আজিম

ক্রাইম টাইমস রিপোর্ট
জানুয়ারি ৪, ২০২৬ ১:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: মাত্র ৮ মাস ৫ দিনে পবিত্র কোরআনে হাফেজ হওয়ার বিরল কৃতিত্ব অর্জন করেছে ১০ বছর বয়সী শিশু মো. আল আজিম হোসেন। তার এই সাফল্যে পরিবার, শিক্ষক ও এলাকাবাসীর মাঝে আনন্দ ও গর্বের পরিবেশ সৃষ্টি হয়েছে।

আজিম চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলা সদরে অবস্থিত দারুল কোরআন মাদ্রাসার শিক্ষার্থী। সে শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের মনিপুর গ্রামের বাসিন্দা মনির হোসেনের ছেলে।

শনিবার (৩ ডিসেম্বর) দারুল কোরআন মাদ্রাসার আয়োজনে এক অনুষ্ঠানের মাধ্যমে আজিমকে আনুষ্ঠানিকভাবে হাফেজ হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী আক্তার হোসেন পাটোয়ারী। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাদ্রাসার প্রধান মাওলানা মাহফুজুল রহমান বুলবুলী।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মো. মঈনুল ইসলাম কাজল এবং বিশিষ্ট আলেম মাওলানা হোসাইন আহমেদ চাঁদপুরী। অতিথিবৃন্দ আজিমের এই অসাধারণ সাফল্যের ভূয়সী প্রশংসা করেন এবং তার দ্বীনি শিক্ষায় উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

বক্তারা বলেন, অল্প বয়সে এত কম সময়ে কোরআনে হাফেজ হওয়া নিঃসন্দেহে অনন্য দৃষ্টান্ত। আজিমের এই অর্জন অন্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।