ঢাকাশুক্রবার , ১ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

৩ দিন বন্ধ থাকার পর ভোলার নৌপথে লঞ্চ চলাচল শুরু

ক্রাইম টাইমস রিপোর্ট
আগস্ট ১, ২০২৫ ৬:০০ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: সমুদ্র ও নৌ বন্দরে সতর্কতা সংকেত নামিয়ে দেওয়া হয়েছে। এতে টানা ৩ দিন পর ভোলার অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। আটকে পড়া যাত্রীরা নৌযানে গন্তব্য যাচ্ছেন। স্বাভাবিক হতে শুরু করেছে ঘাটগুলো। এদিকে টানা বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।

নদনদীর পানি বৃদ্ধির ফলে প্লাবিত হয়েছে নিচু এলাকা। এতে ভোগান্তিতে পড়েন হাজারো মানুষ। বৈরী আবহাওয়া থাকায় উপকূলীয় এলাকা জীবনযাত্রা এখনও স্বাভাবিত হয়নি।

বৃষ্টিপাত আরও ২/৩ দিন থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ভোলা নৌ বন্দরের সহকারি পরিচালক রিয়াদ হোসেন জানান, আবহাওয়া পরিস্তিতি ভালো থাকায় নৌ যান চলাচল শুরু হয়েছে।