ঢাকাশনিবার , ২ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে “জুলাইয়ের মায়েরা” ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

ক্রাইম টাইমস রিপোর্ট
আগস্ট ২, ২০২৫ ১২:১৫ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: আজ (২ আগস্ট শনিবার) সকাল ১০টায় বরিশাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হলো “জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা”র অংশ হিসেবে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অনুষ্ঠান, অভিভাবক সমাবেশ এবং জুলাই নিয়ে নির্মিত চলচ্চিত্র প্রদর্শনী।

জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দীন। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুসিকান্ত হাজং।

অনুষ্ঠানে অতিথিরা জুলাইয়ের মায়েদের স্মৃতিচারণ শোনেন এবং জুলাই গণঅভ্যুত্থান নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। এছাড়াও উপস্থিত ছিলেন উপপরিচালক মেহেরুন নাহার মুন্নীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।