ঢাকাশনিবার , ২ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামে নালার পানিতে ডুবে শিশুর মৃ ত্যু

ক্রাইম টাইমস রিপোর্ট
আগস্ট ২, ২০২৫ ১২:৩১ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: কুড়িগ্রামের ফুলবাড়ীতে নালার পানিতে ডুবে শাহাজালাল মিয়া (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১ আগস্ট) দুপুরে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের যতিন্দ্রনারায়ন গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু শাহাজালাল ওই গ্রামের মতিয়ার রহমানের ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, শুক্রবার দুপুরে শিশু শাহাজালাল মিয়া উঠানে খেলার সময় সবার অজান্তে বাড়ির পাশের নালার পানিতে ডুবে যায়। ওই রাস্তা দিয়ে এক নারী পথচারী যাওয়ার সময় শিশুটিকে পানিতে ভাসতে দেখেন। পরে তার চিৎকারে পরিবারের লোকজন ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।