ঢাকাশনিবার , ২ আগস্ট ২০২৫

এলাকায় বি*শৃ*ঙ্খ*লা সৃষ্টির পাঁ*য়*ত*রা, ছাত্রলীগ নে*তা গ্রে*প্তা*র

ক্রাইম টাইমস রিপোর্ট
আগস্ট ২, ২০২৫ ৭:২৩ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: ফরিদপুরের সালথায় চলমান বিশেষ অভিযানে মো. শাহিন আলম (২৬) নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২ আগস্ট) ভোররাতে উপজেলার গট্টি ইউনিয়নের ভাবুকদিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত শাহিন আলম নিষিদ্ধ সংগঠন সালথা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তিনি গট্টি ইউনিয়নের ভাবুকদিয়া গ্রামের মো. হায়দার মোল্লার ছেলে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সালথা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতা শাহিন আলম এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছিল বলে আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য ছিল। সেই খবরের ভিত্তিতেই অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ওসি আরও জানান, শাহিনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রয়েছে। প্রাথমিকভাবে তাকে সেই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে থাকা ভাঙচুর মামলাতেও তাকে গ্রেপ্তার দেখানো হবে।