
নিজস্ব প্রতিবেদক :: আন্তর্জাতিক মানের চক্ষু চিকিৎসাসেবা প্রদানের প্রত্যয়ে বরিশালে নতুন ধারায় আদর্শ চক্ষু হাসপাতাল এন্ড ফ্যাকো সেন্টার উদ্বোধন হয়েছে। শনিবার (২ আগষ্ট) সকাল ১০টায় নগরীর সিএন্ডবি রোডে (টেক্সটাইল ইন্জিনিয়ারিং কলেজের বিপরীতে) হাসপাতালটির উদ্বোধনী অনুষ্ঠানে শতাধিক মানুষ অংশ নেন
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি ছিলেন হাসপাতালের চেয়ারম্যান শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চক্ষু বিভাগের সাবেক বিভাগীয় প্রধান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা.আলতাফ উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে সাবেক প্রিন্সিপাল ডা. এস এম আবুল হাসান, শের-ই-বাংলা মেডিকেল কলেজ চক্ষু বিভাগের সাবেক ইউনিট প্রধান ডা.এন সি দে রবিন, শের-ই-বাংলা মেডিকেল কলেজের চক্ষু বিভাগের সহযোগী অধ্যাপক ডা.জুয়েল ইলিয়াস রব, ডা.বর্না, চক্ষু বিশেষজ্ঞ ডা. সিদ্দিকুর রহমান, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীন। দোয়া মোনাজাত পরিচালানা করেন সরকারি ফজলুল হক কলেজের সাবেক প্রিন্সিপাল প্রফেসর আব্দুর রব।
স্থানীয়রা অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির কাছে তাদের নানান প্রত্যাশা তুলে ধরেন। এ সময় সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা.আলতাফ উদ্দিন আহমেদ বলেন, বরিশালে অনেকগুলো চক্ষু হাসপাতাল থাকলেও আমরা এসেছি বরিশালবাসীকে ভিন্ন কিছু দিতে। অত্যাধুনিক সরঞ্জামাদী স্থাপন করা হয়েছে। গরীব-ধনী সব শ্রেণি পেশার মানুষের জন্যই এখানে চিকিৎসা গ্রহণের সুব্যবস্থা থাকবে।