ঢাকাবৃহস্পতিবার , ৩০ নভেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

মনোনয়নপত্র সংগ্রহ-জমাদানের শেষ দিন আজ

ক্রাইম টাইমস রিপোর্ট
নভেম্বর ৩০, ২০২৩ ৮:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: মনোনয়ন ফরম তোলা ও জমা দেয়ার শেষ দিন আজ ৩০ নভেম্বর। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য সারা দেশে রিটার্নিং ও নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিচ্ছেন প্রার্থীরা। তাই সারা দেশে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সরগরম অবস্থা।

নির্বাচন কমিশন নির্বাচনি তফসিলে কোনো পরিবর্তন না আনলে আজ বিকাল ৪টার পর আর কারো প্রার্থী হওয়ার সুযোগ থাকবে না। এ নির্বাচনে মোট কতটি নিবন্ধিত দলের কত জন প্রার্থী অংশ নিতে চাচ্ছেন, সে হিসাবও আজ দিন শেষে ধারণা পাওয়া যেতে পারে। ১ থেকে ৪ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র যাচাইবাছাই সম্পন্ন হবে।

দলীয় প্রার্থীদের মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের নামেই বেশি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। নির্বাচনকে সামনে রেখে সরব রয়েছে বিভিন্ন দেশের প্রতিনিধিদল। ইতোমধ্যেই নির্বাচন কমিশনারসহ বিভিন্ন দলগুলোর সাথে একাধিক বৈঠক করছে প্রতিনিধি দলগুলো। এছাড়াও রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরাও যার যার অবস্থান থেকে বিভিন্ন বক্তব্য দিচ্ছেন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ রাখতে কাজ করছে নির্বাচন কমিশন।