ঢাকাশনিবার , ৯ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

আফতাবনগরে ৮ম তলা থেকে পড়ে শ্রমিকের মৃ ত্যু

ক্রাইম টাইমস রিপোর্ট
আগস্ট ৯, ২০২৫ ২:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: রাজধানীর রামপুরার আফতাবনগরে নির্মাণাধীন একটি বহুতল ভবনের অষ্টম তলা থেকে পড়ে মো. আলাউদ্দিন (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) বিকেল ৪টার দিকে এ ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আলাউদ্দিন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার গোপালপুর গ্রামের বাসিন্দা। বতর্মানে আফতাবনগরের পাম্পের গলি এলাকায় থাকতেন।

নিহত আলাউদ্দিনের সহকর্মী মো. শওকত আলী বলেন, আলাউদ্দিন রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতেন। বিকেলে ছাদের ওপর ইট গাঁথার সময় অসতর্কতাবশত তিনি নিচে পড়ে গুরুতর জখম হন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান আলাউদ্দিন আর বেঁচে নেই।
ঢামেক হাসপাতাল পুলিশ ক‍্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবহিত করা হয়েছিল।