ঢাকাবুধবার , ১৩ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

যুব দিবস উপলক্ষে জামায়াতে ইসলামী বরিশাল মহানগর যুব বিভাগের উ*দ্যো*গে বর্ণাঢ্য র‌্যালি

ক্রাইম টাইমস রিপোর্ট
আগস্ট ১৩, ২০২৫ ১২:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: যুব দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরী যুব বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। যুব বিভাগের মহানগর সভাপতি মুহাম্মদ জাফর ইকবালের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহানগরীর আমির অধ্যক্ষ মাওলানা জহির উদ্দিন মোহাম্মদ বাবর এবং বিশেষ অতিথি ছিলেন মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমান। র‌্যালিটি নগরীর টাউন হল থেকে শুরু করে সদর রোড,ফজলুল হক এভিনিউ,চকবাজার হয়ে আবার টাউন হলে গিয়ে শেষ হয়।
প্রধান অতিথি বলেন, যুবকরা দেশের সবচেয়ে বড় সম্পদ। দেশর সমস্ত আন্দোলন সংগ্রাম ও বিপদ মুসিবত অতিক্রম করে যুবকরা বিপ্লবের নেতৃত্ব দিয়েছে। কিন্তু আমাদের দেশে এ যুবশক্তি ও শ্রমিক শ্রেণীর ভাইদেরকে ব্যবহার করে সবাই ক্ষমতায় গিয়ে সম্পদের পাহার গড়ে কিন্তু যুবকদের ভাগ্য পরিবর্তনের কোন উদ্যোগ নেওয়া হয়না। আমাদের দেশের যুব সমাজকে সকল অপরাধ থেকে বাঁচাতে হবে। তাদের অপব্যবহার করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন কাউকে বাস্তবায়ন করতে দেয়া হবে না, বাংলাদেশ জামায়াতে ইসলামী এই যুবশক্তিকে দেশের জন্য কাজে লাগাতে চায়।