ঢাকাবুধবার , ১৩ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে যুব দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা স ভা, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ।

ক্রাইম টাইমস রিপোর্ট
আগস্ট ১৩, ২০২৫ ১২:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: “প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” এই স্লোগান নিয়ে আজ ১২ আগস্ট মঙ্গলবার সকাল ১০ টায় জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর বরিশালের আয়োজনে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিচালক স্থানীয় সরকার বিভাগ বরিশাল খোন্দকার আনোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন ডিআইজি বরিশাল রেঞ্জ বরিশাল মোঃ মঞ্জুর মোর্শেদ আলম, পুলিশ সুপার বরিশাল মোঃ শরিফ উদ্দীন, উপ–পুলিশ কমিশনার (উত্তর) সদর দপ্তর বরিশাল মেট্রোপলিটন পুলিশ সুশান্ত সরকার, পিপিএম সেবা। এছাড়াও উপস্থিত ছিলেন উপপরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর বরিশাল মোঃ সাহাবুদ্দিন সরদারসহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও যুব উদ্যোক্তরা উপস্থিত ছিলেন। শুরুতে সকলের অংশগ্রহণে সম্মিলিতভাবে শপথ বাক্য পাট করা হয়। পরে যুব দিবসের আলোচনায় আগত অতিথিরা যুব দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্যে রাখেন। পরে দিবসটি উপলক্ষ্যে ১০১ জন যুব উদ্যোক্তাদের মাঝে যুব ঋণের আওতায় ৮৮ লক্ষ ৮০ হাজার টাকার চেক বিতরণ করেন অতিথিরা।