ঢাকাবুধবার , ১৩ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

আগৈলঝাড়ায় তহশিলদার ও সার্ভেয়ারের বি*রু*দ্ধে অনিয়ম ও দু*র্নী*তি*র অভি*যোগ

ক্রাইম টাইমস রিপোর্ট
আগস্ট ১৩, ২০২৫ ৫:১৫ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: বরিশালের আগৈলঝাড়ায় তহশিলদার ও সার্ভেয়ারের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। তাদের দুইজনের যোগসাজশে মোটা অঙ্কের টাকার বিনিময়ে একজনের লিজ নেওয়া সম্পত্তি অন্যজনকে দেওয়া হেরেছে।

২৮ শতাংশের সনদ বাতিলের জন্য ভুক্তভোগীরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন। এছাড়াও ভুক্তভোগীরা বরিশাল জেলা প্রশাসক’র কাছে ১১ আগস্ট লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল গ্রামে ৮৬নং মৌজার ৯২০/৯২৫, খতিয়ানের ২৬৮৮নং দাগের ৭৮ শতাংশ সরকারি খাস সম্পত্তি লিজ নিয়ে ৫৮ বছর ধরে ভোগদখল করে আসছে এলিজাবেথ কর্মকার।

ওই জায়গা পুনরায় লিজের জন্য ২০২৫ সালে এলিজাবেথ কর্মকার আবেদন করেন। আবেদনের পরে উপজেলা ভূমি অফিস থেকে একাধিকবার তদন্ত করলেও তারা কোন রিপোর্ট দেয়নি। সম্প্রতি পুনরায় ওই জায়গা লিজ দেওয়ার জন্য বাকাল ইউনিয়নের তহশিলদার সরদার মুজিবুর রহমান ও সার্ভেয়ার সরোয়ার হোসেন ৫৮ বছর ধরে লিজ নেওয়া এলিজাবেথ কর্মকারকে না জানিয়ে গোপনে মোটা অঙ্কের টাকার বিনিময়ে তদন্ত করেন।

তদন্ত করে তারা দুইজনে ৭৮ শতাংশ জায়গা থেকে ২৮শতাংশ জায়গা স্থানীয় কাদের ভাট্টিকে দেওয়ার জন্য রিপোর্ট জমা দেন তৎকালীন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিনের কাছে। সে ৭৮ শতাংশ জায়গা থেকে ৫০ শতাংশ জায়গা এলিজাবেথ কর্মকারকে দেয় এবং বাকী ২৮ শতাংশ তাদের প্রতিপক্ষ কাদের ভাট্টিকে দেয়।

এঘটনার প্রতিকার চেয়ে ১০আগষ্ট এলিজাবেথ কর্মকার উপজেলা সাবেক সহকারী কমিশনার (ভূমি) অফিসের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন। ব্যাপারে বাকাল ইউনিয়নের তহশিলদার সরদার মুজিবুর রহমান অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার কথা অস্বীকার করে বলেন, আমরা তদন্ত করে যা পেয়েছি তাই দিয়েছি।

ঊর্ধ্বতন কর্মকর্তা কি করেছে তা আমরা জানিনা। ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বণিক বলেন, আমি এই উপজেলার নতুন এসেছি। জেনে—শুনে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।