ঢাকাবুধবার , ১৩ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

আ*ন্দো*ল*নের মধ্যে বরিশাল মেডিকেলে অকেজো যন্ত্রপাতি মেরামত শুরু

ক্রাইম টাইমস রিপোর্ট
আগস্ট ১৩, ২০২৫ ৫:১৬ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে ছাত্র-জনতার লাগাতার আন্দোলনের মধ্যে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার অকেজো যন্ত্র মেরামতের কাজ শুরু হয়েছে। ন্যাশনাল ইলেকট্রো মেডিকেল ইকুইপমেন্ট মেইনটেন্যান্স ওয়ার্কশপ অ্যান্ড ট্রেইনিং সেন্টারের পাঁচ সদস্যের একটি দল ঢাকা থেকে মঙ্গলবার সকালে বরিশাল পৌঁছায়। তারপরই তারা কাজ শুরু করেছেন বলে হাসপাতালের পরিচালক এ কে এম মশিউল মুনীর জানান।

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ সারাদেশের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সংস্কারের দাবিতে টানা ১৬ দিন ধরে আন্দোলন চলছে। এর অংশ হিসেবে মঙ্গলবার নগরীতে ‘ব্লকেড’ কর্মসূচি পালিত হয়। এর অংশ হিসেবে বুধবার সমগ্র বিভাগে ‘ব্লকেড’ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। এ ছাড়া তিন শিক্ষার্থী আমরণ অনশন করছেন। এর মধ্যেই ন্যাশনাল ইলেকট্রো ইকুইপমেন্ট মেইনটেন্যান্স ওয়ার্কশপ অ্যান্ড ট্রেনিং সেন্টারের দল বরিশালে পৌঁছাল।

এর নেতৃত্ব দিচ্ছেন উপ-সহকারী প্রকৌশলী (ইলেকট্রনিক্স) অপু সরকার। অপর চারজন হলেন উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) শুভদেব সরকার, উপ-সহকারী প্রকৌশলী (আরএসি) মো. মাহাবুব হোসেন, উপ-সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান ও টেকনিশিয়ান মো. তৌহিদুর জামান। হাসপাতাল পরিচালক বলেন, “কারিগরি টিম অকেজো মেশিন সরজমিনে পরীক্ষা-নিরীক্ষার কাজ শুরু করেছেন।

আশা করা যাচ্ছে, দ্রুততার সঙ্গে অকেজো যন্ত্রগুলো চালু করা হবে। এ ছাড়া রোগীর সেবার মান বাড়াতে একটি এমআরআই মেশিন, ক্যাথ ল্যাব ও সি-আরম মেশিন বরাদ্দ হয়েছে।” হাসপাতালের ইন্সট্রুমেন্ট কেয়ারটেকার শাখা থেকে জানা গেছে, চলতি সপ্তাহের মধ্যেই জরুরি ভিত্তিতে ইটিটি, ইকো, কার্ডিয়াক ডিফাইব্রিলেটর, কার্ডিয়াক মনিটর, ইসিজি মেরামত হবে।

এ ছাড়া পর্যায়ক্রমে ক্যাথ ল্যাব (এনজিওগ্রাম), সিটি স্ক্যান, এক্সরে, চোখের লেসিক, চোখের ফ্যাকো, অপটিক্যাল কোহেরেন্স টমোগ্রাফি , ইউরোলজি লিথোরিপটর, সি-আরম, ডায়াথার্মি, এন্ডোসকপি মেশিন চালু করা হবে।