ঢাকাবুধবার , ১৩ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে কাস্টমসের অভি যানে বিপুল পরিমান নকল সিগারেট জ ব্দ

ক্রাইম টাইমস রিপোর্ট
আগস্ট ১৩, ২০২৫ ৫:১৬ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

 

নিজস্ব প্রতিবেদক :: বরিশালের উজিরপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমান নকল ব্যান্ডরোলযুক্ত ফিউচার কিংস ব্রান্ড সিগারেট জব্দ করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ। মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ৮ টার উপজেলার জয়শ্রী বাজার সংলগ্ন একটি বাড়িতে এ অভিযান পরিচালনা করে বরিশাল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ।

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ সূত্রে জানা যায়, সরকারের মোটা অংকের রাজস্ব ফাঁকি দিয়ে একটি অসাধু চক্র ও কিছু ডিলার দির্ঘদিন ধরে বরিশালের বিভিন্ন স্থানে জাল ব্যান্ডরোল লাগিয়ে অবৈধ কমদামী সিগারেট বিক্রয় করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে বরিশালের উজিরপুরস্থ জয়শ্রী বাজার সংলগ্ন একটি বাসা বাড়িতে অভিযান চালায় বরিশাল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ। বাড়িটি জুয়েল মিয়া নামের এক ব্যক্তির। তিনি নকল সিগারেট বিক্রির সাথে জড়িত।
এ সময় ওই বাড়িতে অভিযান ও তল্লাশি চালিয়ে ২,৫০০ টি ব্যবহৃত সিগারেটের প্যাকেট পাওয়া যায়।

এছাড়া আরো দুটি পৃথক অভিযান থেকে ৮০ হাজার শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত ফিউচার কিংস সিগারেট জব্দ করে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ। যার বাজার মূল্য ৪ লক্ষ ৮০ হাজার টাকা। একইসাথে ১ হাজার প্যাকেট ব্যবহৃত সিগারেট এর প্যাকেট জব্দ করা হয়। এ অভিযান থেকে নকল সিগারেট সরবরাহকারী এজ ব্যক্তিকে আটক করা হয়।

বরিশাল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের এক রাজস্ব কর্মকর্তা জানান, দৈনিক বিপুল পরিমাণ টাকার রাজস্ব ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র অবৈধ ভাবে ব্যবসা কার্যক্রম পরিচালনা করে আসছিল। অভিযানে বিপুল পরিমান অবৈধ সিগারেট জব্দ করা হয়েছে। কাস্টমস বিধি মোতাবেক অবৈধ সিগারেট জব্দ দেখিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে। অবৈধ বিড়ি সিগারেটের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স জারি করেছে। সুতরাং নকলের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।