ঢাকাবৃহস্পতিবার , ১৪ আগস্ট ২০২৫

পদ্মার ভা ঙ নে ২০০ বছরের পুরোনো বাজারের চার দোকান বি*লী*ন

ক্রাইম টাইমস রিপোর্ট
আগস্ট ১৪, ২০২৫ ১১:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার দিঘীরপাড় বাজার এলাকায় পদ্মা নদীতে তীব্র ভাঙন দেখা দিয়েছে। এতে একদিনে ২০০ বছরের পুরোনো বাজারটির চারটি দোকান ঘরের ভিটি নদীতে বিলীন হয়ে গেছে। ঝুঁকিতে রয়েছে ওই বাজারের শত শত ব্যবসা প্রতিষ্ঠান।
মঙ্গলবার সন্ধ্যা থেকে উজানের ঢল ও তীব্র স্রোতের কারণে হঠাৎ করেই শুরু হয় নদীভাঙন। স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। হুমকির মুখে থাকা দোকানগুলোর মালিকরা মালামাল সরিয়ে নিচ্ছেন।

স্থানীয়রা জানান, নদী তীরে পূর্বে ফেলা জিওব্যাগ সরে গেলে মুহূর্তেই ভাঙন দেখা দেয়। মাত্র আধা ঘণ্টার মধ্যে নদীতে বিলীন হয়ে যায় একটি পাটের গোডাউন ও একটি দোকান। ভাঙনের ঝুঁকিতে রয়েছে বাজারের সকল ব্যবসা প্রতিষ্ঠান।
মুন্সীগঞ্জের অন্যতম এই হাটবাজারে প্রায় ২ হাজারের বেশি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
স্থানীয়রা আরও জানান, গত কয়েকদিন ধরে পদ্মায় তীব্র স্রোত বইছে। পরিস্থিতি অবনতি হওয়ায় ব্যবসায়ীরা মালামাল ও টিন-কাঠের অবকাঠামো সরিয়ে নিতে শুরু করেছেন।

এ ব্যাপারে দিঘিরপার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঢাকা পোস্টকে বলেন, নদীতে চারটি দোকান ঘর ইতোমধ্যে বিলীন হয়ে গেছে। ব্যবসায়ীরা ভাঙন আতঙ্কে আরও কিছু দোকান ঘর সরিয়ে নিয়েছেন। পানি উন্নয়ন বোর্ডের লোকজন নামে মাত্র কয়েক বস্তা বালু ফেলেছে। ভাঙন রোধে যা কিছুই না।
টঙ্গিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান জানান, ভাঙনের খবর পাওয়ার পরই পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের টঙ্গীবাড়ী শাখার উপসহকারী প্রকৌশলী মো. আশিক সারোয়ার বলেন, আগেও এখানে জিওব্যাগ ফেলা হয়েছিল, এবার আপদকালীনভাবে নতুন পদক্ষেপ নেওয়া হবে।