
নিউজ ডেস্ক :: ঝালকাঠিতে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা সাবেক শহর যুবদল আহ্বায়ক মিজানুর রহমান ফরাজির ওপর হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার দুপুরে শহরের সানাই কমিউনিটি সেন্টারের সামনে এ হামলা হয়। এ ঘটনায় আহত যুবদল নেতা ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গেছে, শহরের মসজিদবাড়ি এলাকায় পৌরসভার কর্মীরা সড়কের পাশে ময়লা ফেলে রাখেন। স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান এ বিষয়ে পৌরসভার সড়ক পরিদর্শক জাহিদুর রহমান পলাশকে এলাকার ময়লা সরিয়ে নিতে বলেন। এ নিয়ে মিজান ও পলাশের মধ্যে তর্কাতর্কির একপর্যায়ে পলাশকে লাঞ্ছিত করা হয়। ঘণ্টাখানেক পর পলাশ ও তাঁর ভাইয়ের নেতৃত্বে পৌরসভার কিছু পরিচ্ছন্নতাকর্মী দলবদ্ধ হয়ে স্থানীয় সানাই কমিউনিটি সেন্টারের সামনে মিজানের ওপর হামলা চালায়।
হামলাকারীরা লাঠি, রড ও বাঁশ দিয়ে মিজানুরকে এলোপাতাড়ি আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রথমে থানায় অভিযোগ জানিয়ে ঝালকাঠি সদর হাসপাতালে যান। মিজানুরকে মারধরের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়ভাবে তা ভাইরাল হয়। এদিকে হামলার ঘটনার পর পৌর পরিচ্ছন্নতাকর্মীরা উল্টো ঝাড়ুমিছিল বের করে যুবদল নেতা মিজানকে গ্রেপ্তারের দাবি জানান।
মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসক কার্যালয় ও প্রেস ক্লাব এলাকা প্রদক্ষিণ করে। মিজানুরের স্বজনদের অভিযোগ, এটি পরিকল্পিত হামলা। মিজানুরের ওপর হামলা করে বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করতে পরিচ্ছন্নতাকর্মীরা উল্টো নাটক সাজিয়ে বিক্ষোভ করেছেন। ঘটনার বিচার দাবি করেন তারা।
এ বিষয়ে ঝালকাঠি পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোসা. শাহীন সুলতানা বলেন, মিজানুর রহমান পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের মারধর করেছেন বলে তিনি শুনেছেন। তবে পৌরসভার কর্মীরা তাঁকে মারধর করেছেন কিনা তিনি জানেন না। ঝালকাঠি পৌরসভার পৌর প্রশাসক মো. কাওসার হোসেন বলেন, ঘটনা বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।