
নিউজ ডেস্ক :: রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি নির্মাণাধীন ভবনের পানির ট্যাঙ্ক থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহতরা হলেন- ফরিদুল (৪০), রাব্বি (১৭) ও লিটন (৩৫)। তাদের সবার গ্রামের বাড়ি লালমনিরহাটের পাটগ্রামে।
এ ঘটনায় আরও একজনকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (১৬ আগস্ট) দুপুর একটা থেকে দেড়টার মধ্যে এই তিনজনের মরদেহ উদ্ধার করা হয় বলে জানান ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান।
তিনি বলেন, জাতীয় জরুরি নম্বর ৯৯৯-এর মাধ্যমে খবর আসে ওই আবাসিক এলাকায় নির্মাণাধীন একটি বাড়ির পানির ট্যাঙ্কে চারজন নামার পর আর কেউ বের হননি। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে ট্যাঙ্কের ভেতরে তিনজন মারা গেছেন এবং একজন অসুস্থ অবস্থায় আছেন।
তিনি আরও বলেন, নিহতরা নির্মাণাধীন ভবনে শ্রমিক হিসেবে কাজ করছিলেন। নির্মাণকাজে ব্যবহৃত বাঁশ ও খুঁটি খোলার জন্য তারা সেখানে নেমেছিলেন।