ঢাকামঙ্গলবার , ১৯ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট অব‍্যাহত, চরম দুর্ভোগে রোগীরা

ক্রাইম টাইমস রিপোর্ট
আগস্ট ১৯, ২০২৫ ১:৪৯ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট অব‍্যাহত, চরম দুর্ভোগে রোগীরা।

নিরাপদ কর্মস্থলের দাবিতে ধর্মঘট অব‍্যাহত রেখেছেন বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা।

মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল থেকে তৃতীয় দিনের মতো ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি চলছে। দুপুর সাড়ে ১২টার দিকে তারা শেবাচিমের সামনে কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত এবং চিকিৎসকদের ওপর হামলাকারীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন করে বিক্ষোভ করেন।

এর আগে সোমবার (১৮ আগস্ট) বেলা ১২টার দিকে হাসপাতালের তৃতীয় তলার সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে নিরাপদ কর্মস্থলের দাবিতে ৪৮ ঘণ্টার মধ্যে পূর্ণ শাটডাউনে যাওয়ার আলটিমেটাম দেয়া হয়।

সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন মিডলেভেল ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. শাখাওয়াত হোসেন সৈকত।

আরও পড়ুন: বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ স্টাফদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম

তিনি জানান, শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক, ইন্টার্ন চিকিৎসক, নার্সিং অফিসার, টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট এবং চতুর্থ শ্রেণির কর্মচারীরা সম্মিলিতভাবে এ সিদ্ধান্ত নিয়েছেন।

ডা. শাখাওয়াত হোসেন সৈকত আরও বলেন, ‘অবিরাম কর্মবিরতি চললেও জরুরি চিকিৎসা ব‍্যবস্থা চালু রেখেছি আমরা। পরিচালক মহোদয়ের অনুরোধে ইনডোর আউটডোরে দায়িত্ব পালন করছেন আমাদের চিকিৎসকরা। তবে নিরাপত্তাই যদি না থাকে তাহলে কীভাবে কাজ করব আমরা?’

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. একেএম মশিউল মুনির বলেন, ‘জরুরি সেবা স্বাভাবিকভাবেই চলছে। হামলা মারধরের পর ডাক্তাররা ভয়ে কর্মস্থল ত‍্যাগ করেছিলেন। পরে পুলিশ প্রহরায় জরুরি চিকিৎসা সেবা চালু করা হয়। সমস্যা সমাধানে আলোচনা চলছে।’

আরও পড়ুন: শেবাচিম হাসপাতালে পুলিশি পাহারায় জরুরি চিকিৎসা সেবা চালু, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

এর আগে বরিশালে চলমান স্বাস্থ্যসেবা খাত সংস্কার দাবির আন্দোলনে রোববার (১৭ আগস্ট) বিরোধে জড়ান আন্দোলনকারী এবং শেবাচিম হাসপাতালের চিকিৎসক কর্মকর্তা কর্মচারীরা। ওইদিন ইট-পাটকেল নিক্ষেপের ঘটনায় আহত হন হাসপাতালের ইনডোর মেডিকেল কর্মকর্তা ডা. দিলীপ কুমার।

গত বৃহস্পতিবার আন্দোলনকারীদের সঙ্গে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের পালটাপালটি ধাওয়া সংঘর্ষ হয়। এসব ঘটনার প্রতিবাদ, কর্মস্থলে নিরাপত্তা ও হামলাকারীদের গ্রেফতার দাবিতে রোববার থেকে লাগাতার ধর্মঘট শুরু করেন ইন্টার্ন চিকিৎসকরা।