
বরিশাল প্রতিনিধি :: আজ (৩১ শে আগষ্ট রবিবার) বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলে বিকল্প শিক্ষা ও দক্ষতা কার্যক্রমের প্রশিক্ষনার্থীদের জন্য ইউনিসেফের সহযোগিতায় ইএসডিও এর আয়োজনে চাকুরি মেলার উদ্বোধন করা হয়েছে। দিনব্যপী ব্যাতিক্রমী এ মেলার আয়োজন ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভীড়।
চাকুরি প্রত্যাশী, প্রশিক্ষক ও উদ্যোক্তাদের মিলন মেলায় পরিনত হয় মেলা প্রঙ্গন। এতে ৫৯ জন প্রশিক্ষিত নারীর কর্মসংস্থান হয়েছে। এছাড়াও ০৬ জন প্রশিক্ষিত নারী উদ্যোক্তা ঋণ সুবিধা পেয়েছেন। চাকুরি পেয়ে আনন্দিত তারা। জানা গেছে, ইএসডিও থেকে ২ শতাধিক প্রশিক্ষণপ্রাপ্ত প্রশিক্ষাণার্থী চাকুরি মেলায় নিবন্ধন করেন।
ইএসডিও-এএলপি প্রজেক্টের বরিশাল জেলার এ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম ম্যানেজার, মোঃ মানিক মিয়ার শুভেচ্ছা বক্তব্য ও সঞ্চালনায় চাকুরি মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল লুসিকান্ত হাজং।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরুন নাহার মুন্নি উপ পরিচালক মহিলা ও শিশু অধিদপ্তর, মোঃ সাহাবুদ্দীন সরদার উপ পরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর বরিশাল, ইসরাত আরা খানম, জেলা সমাজ সেবা কর্মকর্তা, সমাজসেবা অধিদপ্তর,বিসিক শিল্প নগরী কর্মকর্তা মোঃ গোলাম রসুল (রাসেল) সহ ইকো- সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশনের কর্মকর্তাবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন বিকল্প শিক্ষা ও দক্ষতা কার্যক্রমের প্রশিক্ষনার্থীরা। বরিশাল অশ্বিনী কুমার টাউন হলে চাকুরি মেলায় ১৪টি প্রতিষ্ঠানের অংশগ্রহণে সমাজের পিছিয়ে পড়া সুবিধা বঞ্চিত দক্ষ প্রশিক্ষার্থীদের মধ্যে থেকে ৫৯ জন নারীর চাকুরি নিশ্চিত করা হয়। পাশাপাশি প্রধান অতিথির কাছ থেকে তারা নিয়োগ পত্র গ্রহণ করেন।
এছাড়াও অংশগ্রহনকারিদের আগ্রহ বাড়াতে নারীদের তৈরীকৃত পণ্যের স্টল বসানো হয়েছে। সেখানেও ভীড় ছিলো দর্শনার্থীদের। নানা রকম বাহারি পন্য প্রদর্শন করা হয় স্টল গুলোতে। প্রশিক্ষণের দক্ষতা কাজে লাগিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান নারীরা। প্রশিক্ষনার্থীদের মধ্য থেকে দক্ষতা সম্পন্ন প্রার্থীকে বেছে নিতে বায়োডাটা সংগ্রহ করছেন উদ্যোক্তারা।
বেসরকারি সংস্থা ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন ইএসডিও এ মেলার আয়োজন করে। তারা বিভিন্ন মেয়াদে ৮ ক্যাটাগরিতে জেলার অসহায় নারীকে প্রশাক্ষণ দিয়েছেন। সকালে ফিতা কেটে মেলার শুভ উদ্ভোধন করেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল লুসিকান্ত হাজং। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ইএসডিও দক্ষ জনশক্তি তৈরিতে প্রশিক্ষণ প্রদান, চাকুরির সংযোগ প্রদানসহ কার্যকর ব্যবস্থাপনা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।” এ জব ফেয়ার চাকরি প্রত্যাশী ও নিয়োগদাতাদের মধ্যে সরাসরি সংযোগ স্থাপনের পাশাপাশি প্রশিক্ষণপ্রাপ্তদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে। আয়োজকরা জানান, ভবিষ্যতেও তারা এ ধরনের উদ্যোগ চালিয়ে যাবেন। এ অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন ইএসডিও এএলপি বরিশালের সকল উন্নয়ন কর্মী।