
নিজস্ব প্রতিবেদক :: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে বরিশালের আঞ্চলিক পত্রিকার বার্তা সম্পাদকদের পেশাজীবী সংগঠন “বার্তা সম্পাদক ফোরাম- বরিশালের” (বিবিএসএফ) পরিচিতি সভা। আজ (শনিবার) বেলা ১১টায় বরিশাল প্রেসক্লাবে সাংবাদিক মাইনুল হাসান মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে বার্তা সম্পাদকদের পাশাপাশি বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ এবং আঞ্চলিক পত্রিকার প্রকাশক ও সম্পাদকবৃন্দ অংশ নেন।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- দৈনিক বিপ্লবী বাংলাদেশের প্রকাশক ও সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মতবাদের সম্পাদক এসএম জাকির হোসেন, বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আজকের বার্তার প্রকাশক কাজী মেহেরুন্নেসা, বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও আজকের পরিবর্তনের প্রকাশক-সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, দৈনিক প্রথম সকালের প্রকাশক ও সম্পাদক কাজী আল মামুন, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হীরা, সাপ্তাহিক জাগো নারীর প্রকাশক-সম্পাদক গোপাল সরকার, দৈনিক দেশ জনপদের সম্পাদক মির্জা রিমন, দৈনিক আজকের বরিশালের সম্পাদক খলিলুর রহমান, দৈনিক আজকের বার্তার সম্পাদক কাজী রাব্বি, দৈনিক সত্য সংবাদের সম্পাদক এস এম রাকিবুল হাসান ফয়সাল, দৈনিক বরিশাল ২৪ ঘণ্টার সম্পাদক কামরুজ্জামান লাবু, দৈনিক তারুণ্যের বার্তার প্রকাশক ও সম্পাদক আহমেদ রনি, বরিশাল মুখপাত্রের সম্পাদক মো. জুবায়ের হোসেন প্রমুখ।
সংগঠনের আহ্বায়ক ও বরিশাল প্রতিদিনের বার্তা প্রধান জিয়া শাহীনের সভাপতিত্বে পরিচিতি সভায় সঞ্চালনা করেন সংগঠনের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও দৈনিক বাংলাদেশ বাণীর বার্তা সম্পাদক প্রভাষক পথিক মোস্তফা। স্বাগত বক্তব্যে আগত অতিথিদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান সংগঠনের আহ্বায়ক জিয়া শাহীন।
পরে শুভেচ্ছা বক্তব্যে সংগঠনের পরিচিতি এবং এর উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করেন ফোরামের সদস্য সচিব, দৈনিক মতবাদের বার্তা সম্পাদক ও বরিশাল প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক খান রুবেল। তিনি পেশাগত ক্ষেত্রে সাংবাদিকদের বিভিন্ন সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি আমিনুল ইসলাম খসরু তাঁর বক্তব্যে বলেন, বার্তা সম্পাদক হচ্ছে ফুলবাগানের মালি। তাদের হাতেই অগোছালো সংবাদগুলো সুন্দরভাবে পত্রিকার জমিনে ফুটে ওঠে। একই সাথে তিনি পত্রিকার প্রকাশক ও সম্পাদকদের অনুরোধ করেন যাতে বার্তা সম্পাদকদের যথাযথ মূল্যায়ন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি দৈনিক বিপ্লবী বাংলাদেশের প্রকাশক ও সম্পাদক নুরুল আলম ফরিদ বলেন, বার্তা সম্পাদকরা হচ্ছে পত্রিকার প্রাণ। তাদেরকে বাঁচিয়ে রাখা আমাদের দায়িত্ব। অনুষ্ঠানের মধ্যমণি দৈনিক আজকের বার্তার প্রকাশক ও বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী মেহেরুন্নেসা বলেন, বার্তা সম্পাদকরা হচ্ছে প্রতিটি পত্রিকার একটি অবিচ্ছেদ্য অংশ। তাদের হাতেই তৈরি হয় একটি সুন্দর সংবাদ। তিনি আরো বলেন, বার্তা সম্পাদকরা হচ্ছে আমাদের পরিবারেরই একটি অংশ। তাদের সকল সমস্যায় সহযোগীতা করা আমাদের কর্তব্য।
বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মতবাদের সম্পাদক এস এম জাকির হোসেন বলেন, বার্তা সম্পাদকদের বাদ দিলে একটি পত্রিকার পূর্ণতা হয় না। তাদের ওপরেই আমরা সম্পাদকরা অনেক ক্ষেত্রেই নির্ভর করি। বার্তা সম্পাদকদের যেকোনো সমস্যায় আমি ও বরিশাল প্রেসক্লাব তাদের সাথে আছে এবং থাকবে। একই সাথে তিনি সকল পত্রিকার প্রকাশক ও সম্পাদকদের অনুরোধ করেন যাতে বার্তা সম্পাদকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা হয়।
আজকের পরিবর্তনের প্রকাশক-সম্পাদক ও বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদ বলেন, বার্তা সম্পাদক ছাড়া একটি পত্রিকা অসম্পূর্ণ। সংবাদ সংক্রান্ত কোন আইনে জটিলতা হলে তার মোকাবেলাও করতে হয় বার্তা সম্পাদক ও সম্পাদককে। তিনি আরো বলেন বরিশালে বিভিন্ন পত্রিকা রয়েছে যাদের বার্তা সম্পাদকদের আমরা চিনি না। এ সংগঠনের মাধ্যমে সকল বার্তা সম্পাদকদের সাথে আমাদের পরিচয় হয়েছে।
সংগঠনের ভূয়সী প্রশংসা করে দৈনিক প্রথম সকালের প্রকাশক-সম্পাদক ও বরিশাল প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি কাজী আল মামুন বলেন, এই সংগঠনের মাধ্যমে সকল পত্রিকার সাথে আবার একটি সেতুবন্ধন হয়েছে। অনেকদিন পরে সকল সম্পাদকের বার্তা সম্পাদকরা একই ছায়াতলে নিয়ে এসেছে। তিনি সংগঠনটির সাফল্য কামনা করে যেকোনো প্রয়োজনে পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন।
আজকের বরিশালের সম্পাদক খলিলুর রহমান বলেন, একটি পত্রিকা কতটা পাঠক প্রিয় হবে তা অনেকটাই নির্ভর করে বার্তা সম্পাদকের কৌশলের ওপরে। তাই তাদের সকল সুবিধা ও অসুবিধা দেখাটাও আমাদের দায়িত্ব।
দৈনিক দেশ জনপদের সম্পাদক মির্জা রিমন বলেন, এমন একটি সংগঠনের অত্যন্ত প্রয়োজন ছিল। আমরা অনেক সম্পাদকরাই জানতাম না কোন পত্রিকার কে বার্তা সম্পাদক। এ সংগঠনের মাধ্যমে আজ সবার সাথে সবার পরিচয় হয়েছে।
সত্য সংবাদের সম্পাদক এস এম রাকিবুল হাসান ফয়সাল বলেন, বার্তা সম্পাদক ফোরামের মাধ্যমে পত্রিকা অঙ্গণে আজ একটি নতুন দিক উন্মোচন হলো। তিনি সকল প্রকাশক ও সম্পাদকদের অনুরোধ করেন বার্তা সম্পাদকদের যেন যথাথয মূল্যায়ন করা হয়।
পরিচিতি সভায় উপস্থিত এবং মতামত প্রকাশ করে আলোচনা করেন- বার্তা সম্পাদক ফোরাম বরিশালের সদস্য, বরিশাল প্রতিদিনের বার্তা সম্পাদক বেলায়েত বাবলু, আজকের পরিবর্তনের বার্তা সম্পাদক জসিম জিয়া, বরিশাল প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক এম মোফাজ্জেল, দৈনিক দখিনের মুখের প্রধান বার্তা সম্পাদক ও বরিশাল প্রেসক্লাবের সাহিত্য এবং সাংস্কৃতিক সম্পাদক আরিফিন তুষার, বরিশাল আজকালের বার্তা সম্পাদক জে.খান স্বপন, দৈনিক মতবাদের যুগ্ম বার্তা সম্পাদক হুমায়ুন কবির রোকন, আজকের বরিশালের বার্তা সম্পাদক আমিনুল ইসলাম শাহীন, দখিণের মুখের যুগ্ম বার্তা সম্পাদক রিপন হাওলাদার, দৈনিক দক্ষিণাঞ্চলের বার্তা সম্পাদক প্রিন্স তালুকদার, দৈনিক কলমের কন্ঠের বার্তা সম্পাদক আরিফ হোসেন, বরিশাল ২৪ ঘন্টার বার্তা সম্পাদক এইচ আর হীরা, দৈনিক সুন্দরবনের বার্তা সম্পাদক তানযীমুল রিশাদ, দৈনিক বিপ্লবী বাংলাদেশের বার্তা সম্পাদক মেহেদী হাসান, বরিশাল মুখপাত্রের বার্তা সম্পাদক আসাদুজ্জামান মুরাদ, বাংলাদেশ বাণীর যুগ্ম বার্তা সম্পাদক জামান হোসেন, সত্য সংবাদের বার্তা সম্পাদক এমা.র শুভ ও যুগ্ম বার্তা সম্পাদক এইচ এম সোহেল, দৈনিক ভরের অঙ্গীকারের বার্তা সম্পাদক মশিউর মন্টু ও যুগ্ম বার্তা সম্পাদক লিটন বায়জিদ, দৈনিক সময়ের বার্তার বার্তা সম্পাদ আলামিন গাজী, দৈনিক দখিনের কন্ঠ পত্রিকার বার্তা সম্পাদক মুরাদ হোসেন, ভোরের আলোর যুগ্ম বার্তা সম্পাদক মেহেদী হাসান রাতুল, দেশ জনপদের বার্তা সম্পাদক সজীব, বরিশাল বার্তার বার্তা সম্পাদক শাহাদাত তালুকদার, তারুণ্যের বার্তার বার্তা সম্পাদক সাইফুল ইসলাম।