
নিজস্ব প্রতিবেদক :: “উপকূল বাঁচাতে পানি বাঁচান” এই স্লোগানে বরিশালে বিশ্ব পানি সপ্তাহ-২০২৫ উপলক্ষ্যে বরিশালে পথসভা করেছে বেসরকারি বিভিন্ন উন্নয়ন সংস্থা।প্রান্তজন ও পার্টিসিপেটরি রিসার্চ অ্যাকশন নেটওয়ার্ক (প্রাণ) এর আয়োজনে অ্যাকশনএইড বাংলাদেশ-এর সহযোগিতায় মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে নগরের অশ্বিনী কুমার হলের সামনে পথসভা অনুষ্ঠিত হয়। এর আগে নগরে র্যালি বের করা হয়, যা নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অশ্বিনী কুমার হল প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালিতে হাতে প্ল্যাকার্ড ও ব্যানারে লিখে “পানি নেই, জীবন নেই” “উপকূল বাঁচাতে পানি বাঁচান” “ভূগর্ভস্থ পানি রক্ষা করুন” বিভিন্ন স্লোগান দেয়।পথসভায় বক্তারা বলেন, বরিশালের উপকূলীয় মানুষের জন্য পানিসংকট আর নতুন কিছু নয়। ভূগর্ভস্থ পানি দ্রুত হ্রাস, লবণাক্ততা বৃদ্ধি, খরা ও নদীভাঙন এই অঞ্চলের জীবিকা ও স্বাস্থ্যকে প্রতিনিয়ত হুমকির মুখে ফেলছে।বক্তারা বলেন, “পানি কেবল জলবায়ু পরিবর্তনের শিকার নয় বরং এর সমাধানেরও হাতিয়ার।”পথসভায় বক্তব্য রাখেন, বরিশাল পরিবেশ ও জনসুরক্ষা ফোরামের আহ্বায়ক শুভংকর চক্রবর্তী, পরিবেশ ও উন্নয়ন ফোরাম বরিশালের আহ্বায়ক সুভাষ দাস, প্রান্তজনের নির্বাহী পরিচালক মো. তৌহিদুল ইসলাম শাহাজাদা, আরোহির নির্বাহী পরিচালক খোরশেদ আলম, কৃষক মো. মান্না, আরোহির নির্বাহী পরিচালক খোরশেদ আলম প্রমুখ।র্যালি ও পথসভায় স্থানীয় স্কুলকলেজের শিক্ষার্থী, এনজিও কর্মী, নারী সংগঠনের সদস্য, কৃষক, সাংবাদিক, ব্যবসায়ী ও সাধারণ মানুষ অংশ নেয় ।