
নিজস্ব প্রতিবেদক :: বরিশালে কীর্তনখোলা নদীতে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, আটক ২।
বরিশাল নগরীর কীর্তনখোলা নদীর চর থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে অভিযান পরিচালনা করেছেন সহকারী কমিশনার (ভূমি) আজহারুল ইসলাম। এসময় একটি পল্টন, একটি বেকু, একটি মাটি ভর্তি ট্রলারসহ দুইজনকে আটক করা হয়।
ঘটনাটি ঘটে বুধবার রাতে সদর উপজেলার চরবাড়ীয়া ইউনিয়নের কদমতলা চরে। দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র চর থেকে অবৈধভাবে মাটি কেটে সদর উপজেলার বিভিন্ন ইটভাটায় সরবরাহ করে আসছিল।
আটককৃতরা হলেন—বরিশাল নগরের চৌমাথা এলাকার হারুন অর রশিদের ছেলে মো. স্বপন এবং সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের আব্দুল আলী খানের ছেলে মোহাম্মদ জাহাঙ্গীর।
এছাড়া এ অবৈধ মাটি কাটার সাথে রুপাতলির খাইরুল কবির ও চরমোনাই ইউনিয়নের এক ইউপি সদস্য জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।
সহকারী কমিশনার (ভূমি) আজহারুল ইসলাম ‘আজকের তালাশ’কে বলেন,
“অবৈধভাবে মাটি কাটা একটি গুরুতর অপরাধ। এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে, ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”