ঢাকাবৃহস্পতিবার , ২৮ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

আইনগত পদক্ষেপ নিলে মনে হয় দেশেই থাকা হবে না : ডিসি মাসুদ

ক্রাইম টাইমস রিপোর্ট
আগস্ট ২৮, ২০২৫ ১২:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: আইনগত পদক্ষেপ নিলে মনে হয় দেশেই থাকা হবে না : ডিসি মাসুদ।

 

যমুনার দিকে যেতে বাধা দিয়েছি বলে পদত্যাগ চাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। যদি আইনের আরো কঠোর প্রয়োগ করতাম, তাহলে হয়তো দেশেই থাকতে পারতাম না বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম।

 

বুধবার (২৭ আগস্ট) বিকেলে ডিসি মাসুদ আলমের এই বক্তব্যসংবলিত ১১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়ে যায়।

এদিকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রেক্ষিতে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ৩ দফা দাবিতে বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীদের সঙ্গে এই সংঘর্ষ হয় বুধবার (২৭ আগস্ট) দুপুর দেড়টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে।

 

ঘটনার সময় শিক্ষার্থীরা ব্যারিকেড অতিক্রম করে প্রধান উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র দিকে অগ্রসর হতে চাইলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে। একপর্যায়ে শুরু হয় সংঘর্ষ, পরে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন যাদের মধ্যে ২ জন পুলিশ সদস্যও রয়েছেন।