ঢাকাবৃহস্পতিবার , ২৮ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

উজিরপুরে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও রোগমুক্তি কামনায় দোয়া মাফিল অনুষ্ঠিত

ক্রাইম টাইমস রিপোর্ট
আগস্ট ২৮, ২০২৫ ১২:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নাজমুল হক মুন্না :: বরিশাল জেলার উজিরপুর উপজেলা শ্রমিক দল কর্তৃক আয়োজিত বিএনপি’র চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্ব- মহিমায় স্বদেশ প্রত্যাবর্তন ও বিএনপি’র চেয়ারপারসনের বিশেষ সহকারী এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস এর সুস্বাস্থ্য ও রোগ মুক্তির কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৭ আগস্ট বুধবার বাদ আসর উজিরপুর আলীম মাদ্রাসা মাঠে উপজেলা শ্রমিক দলের আহবায়ক এ কে এম আতিকুল ইসলাম বিপ্লবের সভাপতিত্বে ও মোঃ সোলায়মান খান হাইযুন সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপি’র সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রোকনুজ্জামান টুলু, পৌর যুবদল নেতা মোঃ কালাম ফরাজি, শিকারপুর শ্রমিকদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, বামরাইল শ্রমিকদলের সাধারণ সম্পাদক মোঃ সুমন হাওলাদার, ওটরা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন, হারতা শ্রমিক দলের সভাপতি বাবুল ফরাজী ও প্রমূখ।

সভা শেষে বিএনপি’র চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও চেয়ারপারসনের বিশেষ সহকারীর সুস্বাস্থ্য ও রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া মাহফিল ও মোনাজাত পরিচালনা করা হয়। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার নেতাকর্মী উপস্থিত ছিলেন