ঢাকাবৃহস্পতিবার , ২৮ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বাকেরগঞ্জে শিক্ষা মানোন্নয়ন নিয়ে সচিব ও প্রতিষ্ঠান প্রধানদের মতবিনিময় সভা

ক্রাইম টাইমস রিপোর্ট
আগস্ট ২৮, ২০২৫ ৫:৩১ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

কাজী তৌহিদুল ইসলাম, বাকেরগঞ্জ প্রতিনিধি :: বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কারিগরি ও মাদ্রাসা শিক্ষা মানোন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (২৮ আগস্ট বৃহস্পতিবার) বেলা ১১ টায় উপজেলা অডিটরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিহারিপুর হোসাইনিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোয়াজ্জাম হোসাইন আনছারীর সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের মাননীয় সচিব মো. রফিকুল ইসলাম,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরিশালের তত্ত্বাবধায়ক শিক্ষা প্রকৌশলী বলরাম কুমার মন্ডল,নির্বাহী প্রকৌশলী সহিদুল ইসলাম, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ডিজি(উন্নয়ন)জহিরুল ইসলাম,বরিশাল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা পরিদপ্তরের পরিচালক মোয়াজ্জম হোসেন,বরিশাল কারিগরি শিক্ষা পরিদপ্তরের পরিচালক আরিফুর রহমান, সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন বক্তব্য রাখেন।