ঢাকাবৃহস্পতিবার , ২৮ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বাকেরগঞ্জে বিএনপির ৩১ দফা প্রচারে এ্যাড. রাজনের পথসভা ও গণসংযোগ

ক্রাইম টাইমস রিপোর্ট
আগস্ট ২৮, ২০২৫ ৬:০০ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

কাজী তৌহিদুল ইসলাম, বাকেরগঞ্জ প্রতিনিধি :: বাকেরগঞ্জে বিএনপির ৩১ দফা প্রচারে এ্যাড. রাজনের পথসভা ও গণসংযোগ।

 

বরিশালের বাকেরগঞ্জে উপজেলা বিএনপির আয়োজনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ প্রচারে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (২৭ আগস্ট) রাত ৮ টায় উপজেলার কালিগঞ্জ বাজারে এ পথসভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা বিএনপি’র সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মালেক শিকদারের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজন। উপজেলা বিএনপির সাবেক যুগ্ন-আহ্বায়ক এ্যাডভোকেট মজিবুর রহমান মোল্লার সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক সভাপতি মতিউর রহমান মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, বিএনপি নেতা খোকন জোমাদ্দার, হারুন মাঝি, আনোয়ার হোসেন, মাসুদ জোমাদ্দার, পৌর যুবদলের সদস্য সচিব তোফাজ্জেল হোসেন মনির, পৌর ছাত্রদলের সদস্য সচিব কবির খান প্রমূখ।

 

প্রধান অতিথির বক্তব্যে এ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজন বলেন, বাকেরগঞ্জ বিএনপিতে গণতন্ত্র নেই।
আবুলীয় পকেট কমিটিতে চলছে বাকেরগঞ্জ বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আওয়ামী লীগ নেতাদের সাথে যাদের ছবি থাকবে, তাদের দলে জায়গা দেয়া যাবে না। অথচ উপজেলা ও পৌর বিএনপির কমিটিতে ত্যাগী ও যোগ্য নেতাদের বাদ দিয়ে আওয়ামী লীগ থেকে আসা হাইব্রিডদের দলে স্থান দেয়া হয়েছে। শোনা যায় হাইয়েক্স গাড়ী ও নগদ টাকার বিনিময়ে উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপির কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে বিতর্কিতদের জায়গা দেয়া হয়েছে। অতি শীঘ্রই পকেট কমিটির বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। উপজেলা ও পৌর বিএনপির পকেট কমিটি বাতিল করে দলের যোগ্য ও ত্যাগী নেতাদের স্থান দেয়া হবে।