ঢাকাশনিবার , ৩০ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে কেন্দ্রীয় বিএনপি নেতা আমির খসরুকে ফুলেল শুভেচ্ছা জানালেন আফরোজা খানম নাসরিন 

ক্রাইম টাইমস রিপোর্ট
আগস্ট ৩০, ২০২৫ ১:৪৭ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে কেন্দ্রীয় বিএনপি নেতা আমির খসরুকে ফুলেল শুভেচ্ছা জানালেন আফরোজা খানম নাসরিন। 

বরিশাল বিভাগীয় ব্যবসায়ী ফোরামের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট ) বরিশাল নগরীর একটি অভিজাত মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী মো. আমির খসরু মাহমুদ চৌধুরী।

সভায় উপস্থিত ব্যবসায়ী প্রতিনিধিরা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, করের চাপ, হয়রানি, চাঁদাবাজি ও ব্যবসা বান্ধব পরিবেশ না থাকার নানা অভিযোগ তুলে ধরেন। তারা ব্যবসায়ীদের নিরাপত্তা ও ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানান।

প্রধান অতিথির বক্তব্যে আমির খসরু বলেন, “বাংলাদেশের অর্থনীতি আজ দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছে। ব্যবসায়ীরা নিরাপদ বোধ করছেন না। এই পরিস্থিতি পরিবর্তন করতে হলে ব্যবসায়ী সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে।” তিনি ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দিয়ে বলেন, বিএনপি ক্ষমতায় এলে ব্যবসা-বাণিজ্যের জন্য স্বস্তিদায়ক পরিবেশ সৃষ্টি করা হবে।

এসময় মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরিন প্রধান অতিথি আমির খসরু মাহমুদ চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

সভায় বরিশাল বিভাগীয় ব্যবসায়ী ফোরামের নেতৃবৃন্দ ছাড়াও বিএনপির স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।