ঢাকাশনিবার , ৩০ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

সাবেক ভিপি নুরুল হক নূরের উপর হামলা প্রতিবাদে বরিশালে  এনসিপি ও গনঅধিকার পরিষদর মানববন্ধন

ক্রাইম টাইমস রিপোর্ট
আগস্ট ৩০, ২০২৫ ৫:২৭ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি এবং নতুন রাজনৈতিক দল গনঅধিকার পরিষদের সভাপতি মো: নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদে বরিশালে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

আজ শনিবার ( ৩০ আগস্ট) বেলা ১২ টায় নগরীর অসীনি কুমার টাউন হলের সামনে গনঅধিকার পরিষদ এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর যৌথ আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ কর্মসূচিতে অংশ করে নেতারা বলেন, স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের অন্যতম কারিগর নুরুল হক নূরের উপর কারা হামলা করেছে জাতী জানতে চায়।

শুধু তাই নয় তিনি একটি দলের প্রধান। আর একটি রাজনৈতিক দলের প্রধানকে প্রকাশ্যে এভাবে নির্যাতন মানুষের কাছে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে এবং নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে।

সাবেক ভিপি নুরুল হক নূরের অপরাধ কি, কেন তার উপর পুলিশ ও সেনাবাহিনী হামলা করেছে। তিনি স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি নামক একটি বিমুখী দলের কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছেন এই তার অপরাধ।

দেশের মানুষের সাথে প্রতারণা করা সেই দলের বিচার দাবি করেছে এই তার অপরাধ। নাকি আওয়ামী লীগের বিরুদ্ধে থাকাই নূরের উপর হামলা করেছে তাদের অনুসারীরা।

এ বিষয় এনসিপি ও গনঅধিকার পরিষদের নেতারা অভিযোগ করে আরও বলেন, প্রশাসনের রন্ধে রন্ধে আওয়ামী লীগের দোসর ও চাটুকার রয়েছে। যারা নিজেদের স্বার্থে দেশের মধ্যে যে কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে।

অতি দ্রুত তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। আর তা না হলে দেশবাসীকে সাথে নিয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে গনঅধিকার পরিষদ।