ঢাকামঙ্গলবার , ২ সেপ্টেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৪ নং ওয়ার্ড বিএনপি বর্ণাঢ্য র‌্যালী

ক্রাইম টাইমস রিপোর্ট
সেপ্টেম্বর ২, ২০২৫ ১:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল মহানগর বিএনপির আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে মহানগর ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ  র‌্যালী নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

 

 

র‌্যালীতে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে অংশ নেন। এতে পুরো নগরীতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সদস্য আসাদুজ্জামান মারুফ ও ৪ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো: আনোয়ার হোসেন, ৪ নং ওয়ার্ডের সাবেক সাধারণ  সম্পাদক ফরিদ সিকদারসহ সহ বিভিন্ন এটা কর্মীরা। 

প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে  আসাদুজ্জামান মারুফ বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকে আন্দোলন চালিয়ে আসছে। আজকের প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের সেই সংগ্রামের নতুন শপথ।”

এ সময় চার নম্বর বিএনপি স্বেচ্ছাসেবক দলের সভাপতি  আনোয়ার হোসেন বলেন, “বিএনপি হচ্ছে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে আমরা সব গণতান্ত্রিক আন্দোলনে অংশ নেব।”

র‌্যালী শেষে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি নেতারা দলকে আরও সুসংগঠিত করে আন্দোলনকে বেগবান করার আহ্বান জানান।