ঢাকামঙ্গলবার , ২ সেপ্টেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশের মানুষ ভোট দিতে চায় সেই ভোট ফেব্রুয়ারীতে হবে, জয়নুল আবেদীন

ক্রাইম টাইমস রিপোর্ট
সেপ্টেম্বর ২, ২০২৫ ১:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক ::  বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি এ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, একটি দল নির্বাচন ভন্ডুল করার জন্য সাধ্যমত চেষ্টা করছে। তারেক রহমানের সাথে লন্ডনে বসে সরকার প্রধান ওয়াদা করেছেন আগামী রোজার পূর্বে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন কেউ প্রতিহত করতে পারবে না।

গতকাল সোমবার বিকালে বরিশাল নগরীর ফজলুল হক এ্যাভিনিউতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত সমাবেশে এ কথা বলেন তিনি।

পিআর ভুলে গিয়ে ব্যালটের নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানিয়ে জয়নুল আবেদীন আরো বলেন, দেশের মানুষকে বাঁচান। দেশের সম্পদ এবং দেশকে বাঁচান। বাংলাদেশের মানুষ ভোট দিতে চায়। সেই ভোট ফেব্রুয়ারীতে হবে, এর ব্যত্যয় ঘটার কোন সম্ভাবনা নেই।
বরিশাল মহানগর ও দক্ষিন-উত্তর জেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান।
বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু (বরিশাল বিভাগ), সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রওনাকুল ইসলাম টিপু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি মেজবাহ উদ্দিন ফরহাদ, এবায়েদুল হক চাঁন, আবু নাসের মো. রহমতুল্লাহ, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার, সিনিয়র যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরিন, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবুল হোসেন খান ও সদস্য সচিব আবুল কালাম শাহিন এবং উত্তর জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান মো. শহিদুল্লাহ সহ আরো অনেকে।এর পূর্বে বেলুন-ফেস্টুন এবং কবুতর উড়িয়ে সমাবেশ ও র‌্যালির উদ্বোধন করেন প্রধান অতিথি জয়নুল আবেদীন।

সমাবেশ শেষে একটি র‌্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর পূর্বে বিভিন্ন স্থান থেকে খন্ড খন্ড মিছিল এসে জড়ো হয় সমাবেশস্থলে।