
নিজস্ব প্রতিবেদক :: বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল নগরীর আমতলা মোড় পার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে মহানগর বিএনপি।
এসময় বৃক্ষরোপণ করেন মহানগর বিএনপি’র আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার।
নগর বিএনপি নেতৃবৃন্দ জানান, পরিবেশ রক্ষার অংশ হিসেবে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মসূচিও পালন করা হচ্ছে।