ঢাকাশুক্রবার , ৫ সেপ্টেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ত্রয়োদশ সংসদ নির্বাচন : ইসলামি আন্দোলনের হেভিওয়েটরা কে কোন আসনে লড়বেন

ক্রাইম টাইমস রিপোর্ট
সেপ্টেম্বর ৫, ২০২৫ ১২:১০ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: ত্রয়োদশ সংসদ নির্বাচন : ইসলামি আন্দোলনের হেভিওয়েটরা কে কোন আসনে লড়বেন।

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জোর তৎপরতা শুরু করেছে ইসলামি আন্দোলন বাংলাদেশ। সংখ্যানপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির নির্বাচনের জন্য আন্দোলনের পাশাপাশি ইসলামপন্থিদের ভোট এক বাক্সে নিয়ে আসার লক্ষ্যে সমঝোতার চেষ্টাও চালাচ্ছে দলটি। তার আগে নিজেদের মতো করে প্রার্থী ঘোষণা করেছে সংগঠনটি। প্রাথমিক এ তালিকায় দলটির শীর্ষ পর্যায়ের ও হেভিওয়েট নেতাদের পাশাপাশি রয়েছেন অনেক তরুণ আলেমও। ইতিমধ্যে মাঠপর্যায়ে কর্মী-সমর্থকদের নিয়ে নির্বাচনি প্রচারে নেমে পড়েছেন তারা।

সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে ইসলামি আন্দোলন বাংলাদেশ থেকে প্রার্থী হচ্ছেন ইসলামী ছাত্র আন্দোলন ও যুব আন্দোলনের সাবেক একাধিক কেন্দ্রীয় নেতা। পাশাপাশি শীর্ষ নেতৃত্বে থাকা দায়িত্বশীল ও বিভিন্ন পর্যায়ের সক্রিয় নেতারাও প্রার্থী তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। তরুণ নেতৃত্বের পাশাপাশি আঞ্চলিক প্রভাবশালী নেতাদের গুরুত্ব দিয়ে মনোনয়ন প্রক্রিয়া চূড়ান্ত করেছে দলটি।

Advertisement

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থীদের মধ্যে তরুণদের অন্তর্ভুক্তি নির্বাচনি মাঠে নতুন উদ্দীপনা সৃষ্টি করতে পারে। অন্যদিকে দলটির নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমসহ শীর্ষ নেতাদের প্রার্থিতা ইসলামি ভোটব্যাংকে বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে। দলীয় নেতারা জানান, ইসলামি আন্দোলন বাংলাদেশ শুধু নির্বাচনে অংশগ্রহণ নয়, জনগণের কাছে বিকল্প শক্তি হিসেবে নিজেদের উপস্থাপন করতে চায়। এজন্য তৃণমূলে ধারাবাহিক গণসংযোগ, জনসভা ও বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাচ্ছে দলটি।

জানা গেছে, ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, কুমিল্লা, খুলনা ও সিলেটসহ বিভিন্ন বিভাগের সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে একান্তভাবে সাক্ষাৎ করেন দলটির কেন্দ্রীয় নেতারা। এরপর প্রতি আসনে একজন করে মোট ৩০০ প্রার্থী চূড়ান্ত করেছেন তারা।

 

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ ইউনুছ আহমাদ যুগান্তরকে জানান, আমরা ইতোমধ্যে দুই ধাপের সাক্ষাৎকার শেষ করে সব মিলিয়ে ৩০০ আসনের প্রার্থী তালিকা চূড়ান্ত করেছি। ইসলামি আন্দোলন বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ও রাজনৈতিক সংস্কারকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। দীর্ঘদিন ধরে জাতীয় সংসদের উভয় কক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচন আয়োজনের জন্য আমরা দাবি জানাচ্ছি। এ বিষয়ে ভবিষ্যতেও কার্যকর উদ্যোগ নিতে আমরা সচেষ্ট থাকব।

আগামী নির্বাচনকে গ্রহণযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক করতে হলে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা অত্যন্ত জরুরি বলে মনে করেন ইসলামি আন্দোলনের এ নেতা। তিনি নির্বাচন কমিশন ও সরকারের কাছে এ বিষয়ে কার্যকর ভূমিকা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

সূত্রমতে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী তালিকায় থাকা হেভিওয়েট প্রার্র্থীদের মধ্যে রয়েছেন- দলের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। তিনি প্রার্থী হচ্ছেন- বরিশাল-৫ আসন থেকে। মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ খুলনা-৪, প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী ঢাকা-৪, যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান গাজীপুর-৫, যুগ্ম মহাসচিব শেখ ফজলে বারী মাসউদ ঢাকা-১১, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম কুমিল্লা-২, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম কুমিল্লা-৩, দলের নায়েবে আমির মাওলানা আব্দুল আওয়াল খুলনা-৩, কেন্দ্রীয় শ্রমবিষয়ক সম্পাদক আব্দুর রহমান ঢাকা-৭ আসন, মুফতি সৈয়দ এছহাক মুহাম্মদ আবুল খায়ের বরিশাল-৪, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান ব্রাহ্মণবাড়ীয়া-৫, ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জিএম রুহুল আমিন গাজীপুর-১, সহকারী মহাসচিব কেএম আতিকুর রহমান মুন্সীগঞ্জ-১, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা অ্যাডভোকেট এম হাসিবুল ইসলাম নিলফামারী-৪, অ্যাডভোকেট বরকতউল্লাহ লতিফ রংপুর-৬ ও মুফতি নুরুল বশর আজিজী কক্সবাজার-৪ আসনে প্রার্থী হচ্ছেন। শাহ ইফতেখার তারিক ঢাকা-৯, মাওলানা নেছার উদ্দিন বরিশাল-২, মুফতি রেজাউল করীম আবরার সিলেট-৫।