ঢাকাশুক্রবার , ৫ সেপ্টেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

এমপি হতে চাইছেন বরিশাল বিভাগের ১৯ ছাত্রনেতা

ক্রাইম টাইমস রিপোর্ট
সেপ্টেম্বর ৫, ২০২৫ ১১:২০ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

জসিম জিয়া :: মেজবা উদ্দীন ফরহাদ। একজন ক্লিন ইমেজের নেতা হিসেবে যা বুঝায় এর সবই উপস্থিত আছে তারমধ্যে। ২০০৮ সালে যখন তিনি বরিশাল-৪ আসনে বিএনপির মনোনয়ন পান তখন তিনি ছিলেন সর্বকনিষ্ঠ প্রার্থী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন আওয়ামী লীগ সমর্থিত শক্তিশালী প্রার্থী মাঈদুল ইসলাম। অনেকের ধারণা ছিলো বেশিরভাগ আসনেও যদি জয় পায় বিএনপি তবুও মেজবা ফরহাদ ধোপে টিকবেনা। কিন্তু সব হিসেবে পাল্টে সেবার বিপুল ভোটে বিজয়ী হয়েছিলেন তিনি। ওই নির্বাচনে বিভাগের মাত্র দুটি আসনে জয় পেয়েছিলো দলটি। যার একটি উপহার দিয়েছিলেন মেজবা উদ্দীন ফরহাদ। আগামী নির্বাচনেও তিনি এ আসনে মনোনয়ন প্রত্যাশা করছেন। বিভাগের ২১ আসনের মধ্যে যে কয়জন সাবেক ছাত্রনেতা আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে দলীয় টিকিট চাইছেন তাদের মধ্যে অন্যতম সাবেক এ সংসদ সদস্য। ফরহাদ ১৯৭৯ সালে প্রথম সম্মেলনের মাধ্যমে জেলা ছাত্রদলের ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপর ১৯৮৪ সালে উত্তর জেলা ছাত্রদলের সভাপতি এবং ১৯৯১ সালে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি ছিলেন। তিনি কেন্দ্রীয় কমিটিতে তিনবার সহ সভাপতির দায়িত্ব পালন করেন।
মাহবুবুল হক নান্নু। অনেকেই তাকে চেনেন ভিপি নান্নু হিসেবে। ত্যাগী, পরীক্ষিত নেতাদের তালিকার অগ্রভাগে আছেন সাবেক এ ছাত্রনেতা। আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঝালকাঠি-২ (নলছিটি-ঝালকাঠি সদর) আসনে দলীয় মনোনয়নের আশায় মাঠে কাজ করছেন তিনি। বিএম কলেজের নির্বাচিত সাবেক ভিপি, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির ৩বারের সাবেক সহ সভাপতি, যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য এবং বর্তমানে দলটির সহ সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) পদে আছেন মাহবুবুল হক। ফ্যাসিস্ট আমলে ‘হাসিনামুক্ত বাংলাদেশ চাই’ বলে আলোচনায় আসা নান্নু বহু বছর ধরেই মনোনয়নের আশায় দৌঁড়াচ্ছেন তৃণমূল পর্যায়ে। শুধু ফরহাদ-নান্নুই নয় বিভাগের ২১ আসনে ১৯ জন সাবেক ছাত্রনেতা আগামী নির্বাচনে দলীয় টিকিট চাইছেন। এ লক্ষ্যে মাঠ পর্যায়ে প্রভাব বিস্তার করে আসতে চাইছেন হাইকমান্ডের নজরে।

 

বিভাগের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ আসন বরিশাল সদরে এবার মনোনয়ন প্রত্যাশা করছেন সাবেক ছাত্রনেতা বর্তমানে জেলা দক্ষিণ বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহিন। ৯০ এর দশকে জেলা ছাত্রদলের সভাপতি আবুল কালাম শাহীন এক সময় মহানগর যুবদলের আহবায়ক পদেও ছিলেন।
বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে মনোনয়ন চাইছেন সাবেক ৩ ছাত্রনেতা। এরা হলেন-জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সভাপতি, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সংসদের সহসভাপতি, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বর্তমানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রওনাকুল ইসলাম টিপু, ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি, বর্তমানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য দুলাল হোসেন এবং ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।

 

 

বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনে মনোনয়নের লড়াইয়ে আছেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও বর্তমানে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজীব আহসান। ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনে মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় থাকা নাজিম উদ্দীন আলম ও নুরুল ইসলাম নয়ন দু’জনই সাবেক ছাত্রনেতা।  নাজিম উদ্দীন আলম ডাকসুর  এজিএস এবং ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। এ আসন থেকে তিনবার এমপি নির্বাচিত হয়েছিলেন তিনি। অপর মনোনয়ন প্রত্যাশী নুরুল ইসলাম নয়ন ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি ছিলেন। বর্তমানে তিনি যুবদলের সাধারণ সম্পাদক। ভোলা সদর আসনে দলীয় মনোনয়নের লড়াইয়ে আছেন ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী খান লেনিন।

 

 

বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় থাকা নজরুল ইসলাম খান রাজন এক সময় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন। সবশেষ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক পদে দায়িত্ব পালন করেছেন। তার বাইরে মনোনয়ন চাইছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি নুরুল ইসলাম খান মাসুদ।
ঝালকাঠি-১ আসনে মনোনয়ন দৌঁড়ে থাকা হাবিবুর রহমান সেলিম রেজা বরিশাল জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি। বর্তমানে নিউইয়র্ক মহানগর দক্ষিণের সভাপতি পদে দায়িত্ব পালন করছেন। মনোনয়ন লাভের আশায় তিনি দীর্ঘদিন ধরেই নির্বাচনী এলাকা রাজাপুর-কাঠালিয়ায় কাজ করছেন। সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার আমেরিকার নিউইয়র্কে সফরের সময় বিক্ষোভ সমাবেশের নেতৃত্ব দিয়ে দেশব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিনত হন। সেলিম রেজার বাইরে মনোনয়ন চাইছেন সাবেক ছাত্রনেতা গোলাম আজম সৈকত। তিনি এক সময় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সাংগঠনিক সম্পাদক ছিলেন।

 

 

পটুয়াখালী-২ (বাউফল) আসনে মনোনয়নের লড়াইয়ে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসএম হলের সাবেক ভিপি, বিএনপির বর্তমান জাতীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মুনির হোসেন। পটুয়াখালী-৩ (বাউফল-দশমিনা) আসনে একমাত্র মনোনয়ন প্রার্থী হিসাবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বর্তমান সদস্য হাসান মামুন। পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে একক মনোনয়ন প্রার্থী হিসাবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সভাপতি, কেন্দ্রীয় ছাত্রদলের ২ বারের সাবেক সাংগঠনিক সম্পাদক বর্তমানে বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এবিএম মোশারেফ হোসেন।

 

পিরোজপুর-১ আসনে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি বর্তমান জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আলমগীর হোসেন, পিরোজপুর-২ আসনে ভা-ারিয়া সরকারি কলেজের সাবেক ভিপি মাহমুদ হোসাইন বিএনপির মনোনয়ন পাওয়ার আশায় মাঠে কাজ করছেন। উল্লেখ্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছাত্রনেতৃবৃন্দের মধ্যে যারা ক্লিন ইমেজের তাদের ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন।