নিজস্ব প্রতিবেদক :: বানারীপাড়ায় মাদক সেবনে বাধা দেওয়ায় নারীসহ তিন জনকে কুপিয় জখম।
বরিশালের বানারীপাড়ায় মাদক বিক্রি ও সেবনে বাধা দেয়ায় পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক জখম করা হয়েছে নারী সহ তিন জনকে। এঘটনায় বানারীপাড়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আশংকা জনক অবস্থায় বরিশাল শেবাচিমে রেফার করা হয়েছে দেশীয় অস্রের কোপে আহত রিয়াজ হাওলাদারকে। জানা গেছে ৫ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বাইশারী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সেলিম হাওলাদারের বাড়িতে এ নির্মম ঘটনা ঘটে। আহতরা জানায় স্থানীয় শাহআলম ফকিরের ছেলে আনিস ফকির ও তার ভাই জাহিদ ফকির এ হামলার ঘটনা ঘটায়। হামলার ঘটনার পূর্বে আনিস ও জাহিদ রিয়াজ হাওলাদারের সাথে বাকবিতন্ডার এক পর্যায়ে তাকে এলোপাতাড়ি পেটানো ও কোপানো শুরু করে। এসময় হামলাকারীদের কোপের আঘাতে রিয়াজের ফুসফুসে জখম হয়। রিয়াজের চিৎকারে তাকে বাচাতে এলে হামলাকারীরা রিয়াজের মা মাকসুদা ও পার্শ্ববর্তী আউয়াল হাওলাদারকেও আঘাত করে। বিষয়টি অন্যদিকে প্রভাবিত করতে হামলাকারীরাও বানারীপাড়া হাসপাতালে চিকিৎসা নিতে আসে।