ঢাকামঙ্গলবার , ১৬ সেপ্টেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল নগরীতে সড়ক মেরামতে এগিয়ে এল পুলিশ ও নিসচা

ক্রাইম টাইমস রিপোর্ট
সেপ্টেম্বর ১৬, ২০২৫ ১১:৫১ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ও আমতলা মোড়সহ বিভিন্ন স্থানে সড়কের বেহাল দশা দীর্ঘদিনের ভোগান্তি তৈরি করেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ—সড়ক ও জনপদ বিভাগ কিংবা সিটি কর্পোরেশন—উদাসীন থাকলেও এবার সড়ক মেরামতে মানবিক উদ্যোগ নিয়েছে নিরাপদ সড়ক চাই (নিসচা) বরিশাল জেলা কমিটি এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) ট্রাফিক বিভাগ।

আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে বরিশাল নগরীর আমতলা মোড় পুলিশ বক্সের সামনে ভাঙা রাস্তার গর্ত মেরামত করেন নিসচা বরিশাল জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক জুবায়ের ইসলাম চৌধুরী ও বিএমপি ট্রাফিক ইন্সপেক্টর এম. কামরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ট্রাফিক সার্জেন্ট মোঃ শাহ আলম, সার্জেন্ট মোঃ আবির হোসেন, কনস্টেবল মোঃ নাসির উদ্দিনসহ আরও অনেকে।

চালক, যাত্রী ও পথচারীরা জানান, সড়কের ভোগান্তি কমাতে এবং দুর্ঘটনা এড়াতে পুলিশ ও নিসচার এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। স্থানীয় বাসিন্দা মো. ইউসুফ বলেন, “পুলিশ আর নিসচা যে কাজ করেছে তা সত্যিই প্রশংসার দাবিদার। এমন মানবিক কাজের জন্য আমরা তাদের আন্তরিক ধন্যবাদ জানাই।”

ট্রাফিক ইন্সপেক্টর এম. কামরুল ইসলাম এবং নিসচার সাংগঠনিক সম্পাদক জুবায়ের ইসলাম চৌধুরী বলেন, “রাস্তায় গর্তের কারণে সন্ধ্যার পর অন্তত ২-৩টি অটোরিকশা দুর্ঘটনার শিকার হয়েছে। তাই আমরা ইট ও বালু দিয়ে সাময়িকভাবে মেরামত করেছি।”

তারা আরও জানান, এই সড়ক দিয়ে প্রতিদিন শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অসংখ্য রোগী যাতায়াত করেন। এ অবস্থায় যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। তাই জননিরাপত্তার স্বার্থে দ্রুত স্থায়ীভাবে রাস্তা মেরামত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তারা জোর দাবি জানান।