ঢাকাবুধবার , ১৭ সেপ্টেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখলো টাইগাররা

ক্রাইম টাইমস রিপোর্ট
সেপ্টেম্বর ১৭, ২০২৫ ১:২০ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

খেলাধুলা ডেস্ক :: বাঁচা-মরার ম্যাচে আফগানিস্তানকে ৮ রানে হারিয়ে এশিয়া কাপে সুপার ফোরে যাওয়ার আশা বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ। এই জয়ের মাধ্যমে দেশের বাইরে প্রথমবারের মতো আফগানিস্তানকে টি-টোয়েন্টিতে হারালো বাংলাদেশ।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে আফগানিস্তানকে ১৫৫ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ।

জবাবে ব্যাটিংয়ে নেমে ইনিংসের প্রথম বলেই ওপেনার সেদিকুল্লাহ অটলকে শূন্য রানে এলবিডাব্লিউ করেন বাহাতি স্পিনার নাসুম আহমেদ। ওই ওভার মেইডেন নেন নাসুম। উইকেট হারানোর পরেও চড়াও হওয়ার চেষ্টায় ছিলেন ইব্রাহিম জাদরান ও রহমানউল্লাহ গুরবাজ। তবে পঞ্চম ওভারে এসে সেই জুটিও ভেঙেছেন নাসুম। তার বলে এলবিডাব্লিউ হয়ে ৫ রানে ফিরেছেন ইব্রাহিম। অবশ্য আফগানিস্তান রিভিউ নিয়েও লাভ হয়নি। আফগান ব্যাটার কাটা পড়েন আম্পায়ারর্স কলে।

পাওয়ার প্লেতে দুই উইকেট নেয়ার পাশাপাশি আফগানদের চেপে ধরে টাইগার বোলাররা। ৬ ওভারে আফগানদের সংগ্রহ মাত্র ২৭ রান।

৮ দশমিক ৩ ওভারে এসে গুলবাদিনকে বিদায় দিয়ে আফগানদের আরও চাপে ফেলেন রিশাদ। গুলবাদিনের ফিরতি ক্যাচ নেন এই লেগি। আফগান এই ব্যাটার ১৪ বলে ১৬ রান করে বিদায় নেন। গুরবাজ এক প্রান্ত আগলে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ালেও ড্রিংকস ব্রেকের পর রিশাদের বলে সুইপ করতে গিয়ে ৩৫ রানে কাটা পড়েন। তার ৩১ বলের ইনিংসে ছিল ২টি চার ও ২টি ছয়। এটি ছিল রিশাদের দ্বিতীয় উইকেট। আফগানরা চতুর্থ উইকেট হারায় ৬২ রানে।

১৩তম ওভারে পঞ্চম উইকেটও তুলে নেয় বাংলাদেশ। মোস্তাফিজের বলে বোল্ড হন মোহাম্মদ নবী (১৫)। তাতে ৭৭ রানে পঞ্চম উইকেট হারিয়ে আরও বিপদে পড়ে আফগানিস্তান। তবে ক্যামিও ইনিংসে ঝড়ো ব্যাটিংয়ে ব্যবধান কমাচ্ছিলেন আজমতউল্লাহ ওমরজাই। তার ব্যাটে ১৫তম ওভারে স্কোর একশ ছাড়ায় আফগানদের। তবে এই ব্যাটারকে ৩০ রানে থামিয়েছেন তাসকিন আহমেদ। ওমরজাই ক্যাচ আউট হওয়ার আগে ১৬ বলে ১টি চার ও ৩টি ছক্কা মারেন।

১৮ বলে যখন ৩১ রান দরকার ঠিক তখনই রান আউটের ফাঁদে করিম জান্নাত। সোহানের দুর্দান্ত থ্রোয়ে রান আউট হন তিনি। ১২৪ রানে পড়ে সপ্তম উইকেট। ব্যবধান কমিয়ে ম্যাচ জমিয়ে তোলার চেষ্টায় ছিলেন রশিদ খান। প্রথম বলে চার মারলেও ১৮ দশমিক ২ ওভারে মোস্তাফিজের বলেই ২০ রানে কাটা পড়েন তিনি। তাতে ১৩২ রানে অষ্টম উইকেট হারায় আফগানিস্তান।

পরের বলে নতুন নামা গজনফরকেও গ্লাভসবন্দি করান কাটার মাস্টার। তাতে জয়ের আরও কাছে চলে আসে বাংলাদেশ। ইনিংসের শেষ বলে সোহানের হাতে তালুবন্দি হন নুর। এতেই ৮ রানের পরাজয় ঘটে আফগানদের।

বাংলাদেশের হয়ে এই ম্যাচে সর্বোচ্চ তিন উইকেট নিয়েছেন মোস্তাফিজ। তাসকিন, রিশাদ এবং নাসুম নিয়েছেন দুটি করে। তবে চার ওভার বল করে মাত্র ১১ রান দিয়ে দুই উইকেট নেন নাসুম।

এদিন টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় চার পরিবর্তন নিয়ে মাঠে নামা বাংলাদেশ। তানজিদ হাসান তামিমের সাথে ওপেনিংয়ে নামেন সাইফ হাসান। ভাগ্যের সহায়তা পান দুজনই। প্রথম ওভারে ক্যাচ তুলেও বেঁচে যান সাইফ হাসান। তৃতীয় ওভারে ভাগ্য সুপ্রসন্ন হয় তানজিদ হাসানের। পাওয়ার প্লের ৬ ওভারে বাংলাদেশ তোলে বিনা উইকেটে ৫৯।

একসময় মনে হচ্ছিল, বাংলাদেশ ১৭০-১৮০ রানের দিকে এগোচ্ছে। কিন্তু তানজিদ ছাড়া বাকি ব্যাটারদের ব্যর্থতায় দল ৫ উইকেট হারিয়ে তোলে ১৫৪ রানের মাঝারি সংগ্রহ।

আফগান স্পিনার নুর আহমেদকে ছক্কা মারতে গিয়ে ইব্রাহিম জাদরানের ক্যাচে পরিণত হওয়ার আগে ৩১ বলে ৫২ রান করেন ওপেনার তানজিদ। ২৮ বলে ৩০ আসে সাইফের ব্যাট থেকে। বাকিরা কেউই ত্রিশ পেরোতে পারেননি।

১৩তম ওভারে তানজিদের বিদায়ের পর শেষ ৭.১ ওভারে বাংলাদেশ মাত্র ৫০ রান তুলতে পেরেছে। এ সময় হারিয়েছে মাত্র ২ উইকেট। জাকের আলি করেন ১৩ বলে ১২ এবং নুরুল হাসান ৬ বলে ১২ রান করে অপরাজিত ছিলেন। আর ২০ বলে ২৬ রান করে আউট হন তাওহিদ হৃদয়।

  1. বাংলাদেশ এর আগে একবারই আফগানদের ১৫৫-এর বেশি লক্ষ্য দিতে পেরেছে। ২০২২ সালে মিরপুরে সেই ম্যাচে ১৫৬ রানের লক্ষ্য ছুঁতে নেমে ৯৪ রানে অলআউট হয় আফগানিস্তান। সেই ম্যাচেও নাসুম আহমেদ ৪ উইকেট তুলে নিয়ে দলের জয়ে ভূমিকা রেখেছিলেন। এ ম্যাচেও প্লেয়ার অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন এই বোলার।