ঢাকারবিবার , ২১ সেপ্টেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

এনসিপি-গণঅধিকার পরিষদ মিলে আসছে নতুন রাজনৈতিক দল

ক্রাইম টাইমস রিপোর্ট
সেপ্টেম্বর ২১, ২০২৫ ৭:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: চলতি বছরের ২৮ ফেব্রুয়ারী রাজধানীর মানিক মিয়া এভিনিউতে ঘটা করে এনসিপির আত্মপ্রকাশ ঘটলেও সাত মাস পর আর এককভাবে হাঁটতে চাইছেন না দলটির শীর্ষ নেতারা। ইতোমধ্যেই একীভূত হয়ে রাজনীতি করতে আলোচনাও শুরু করেছে এনসিপি ও গণঅধিকার পরিষদ।

গণঅধিকার পরিষদের সঙ্গে মিলে নতুন রাজনৈতিক দল গঠনের লক্ষ্যে ইতোমধ্যেই অনানুষ্ঠানিক আলোচনা শুরু করেছে এনসিপি।

গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক ও উচ্চতর পরিষদের সদস্য শাকিল উজ্জামান ইত্তেফাক ডিজিটালকে ‘অনানুষ্ঠানিক আলোচনা’ শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র বলছে, জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণরা একসাথে কাজ করার লক্ষ্যে দল দু’টি আলোচনা করছে। সেই আলোচনার অগ্রগতিও হয়েছে।

গণঅধিকার পরিষদ এর কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও উচ্চতর পরিষদের সদস্য শাকিল উজ্জামান ইত্তেফাক ডিজিটালকে বলেন, ‘দেশের মানুষ এখন রাজনীতিতে তরুণ নেতৃত্ব চায়। ১৮ এর কোটা সংস্কার, নিরাপদ সড়ক আন্দোলন এবং ২৪ এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তরুণরা সে সম্ভাবনা আরও প্রকট করেছে। মানুষ এই সংগ্রামী তরুণদের ঐক্যবদ্ধ দেখতে চায়। ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে ভূমিকা রাখা তরুণরা ঐক্যবদ্ধ হলে দেশের মানুষ আস্থা অর্জনের মতো একটি শক্তিশালী প্ল্যাটফর্ম পাবে। কোটা সংস্কার আন্দোলন থেকে রাষ্ট্র সংস্কারে আমরা ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের তরুণদের ঐক্যবদ্ধ করার চেষ্টা করছি।’

তিনি আরও বলেন, ‘এনসিপির অনেক নেতাই এক সময় গণঅধিকার পরিষদ ও গণঅধিকার পরিষদের অঙ্গসংগঠনের সাথে ছিলো। এটা সকলেই জানে গণঅভ্যুত্থানের বীজ বপন হয়েছে ১৮ এর কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে। এবং গণঅধিকার পরিষদই একমাত্র রাজপথের আন্দোলন থেকে গড়ে ওঠা একটি সম্ভাবনায় রাজনৈতিক দল।এমনকি গণঅভ্যুত্থান পরবর্তী ১ বছরেও গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলাবাজি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, তদবির বাণিজ্য, ঘুষ-দুর্নীতির কোন অভিযোগ নেই। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষায় তরুণদের ঐক্যবদ্ধ করে নতুন বাংলাদেশ বির্নিমাণে এনসিপিসহ আরও কয়েকটি প্লাটফর্মের সঙ্গে অনেক দিন ধরেই আলোচনা চলছে। দেশের বৃহত্তর স্বার্থে এই মুহুর্তে জুলাইয়ের মূল অংশীজনদের ঐক্যের কোন বিকল্প নেই।’

এদিকে নতুন রাজনৈতিক দলের বিষয়ে এনসিপি নেতা সারজিস আলম গণমাধ্যমকে বলেন, একোমোডেশনে কোন পদে কে থাকবেন সেটি গুরুত্বপূর্ণ। একাধিক রাজনৈতিক দল থাকায় বিষয়টি আরও কঠিন হচ্ছে, কারণ সবাই আহ্বায়ক বা সদস্য সচিবসহ গুরুত্বপূর্ণ পদে থাকতে চান।

এ বিষয়ে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, শীর্ষ নেতাদের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, গণঅভ্যুথানে নেতৃত্ব দেওয়া তরুণরা একসাথে কাজ করবেন এবং আলোচনা অব্যাহত থাকবে।