
নিজস্ব প্রতিবেদক :: বরিশাল নগরীর ০৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক ও চকবাজার ব্রাইট সু হাউজের প্রোপাইটর আক্তার উজ্জামান (৫৫) কে আটক করেছেন কোতোয়ালি মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে নগরীর ফলপট্টি এলাকা থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান।
জানাযায়, বিগত আওয়ামীলীগ সরকার আমলে নগরীর ০৬ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সেক্রেটারি ছিলেন।স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে তিনি যুক্ত ছিলেন।
কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, রাজনৈতিক মামলায় তাকে আটক করা হয়েছে।
আক্তার উজ্জামান বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর অনুসারী।