ঢাকাশনিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল সদর আসনে আফরোজা খানম নাসরিনকে  মনোনয়ন দেয়ার দাবি নেতাকর্মীদের 

ক্রাইম টাইমস রিপোর্ট
সেপ্টেম্বর ২৭, ২০২৫ ১১:২৫ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল মহানগর বিএনপির ৩০টি ওয়ার্ডের নেতাকর্মীদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় নগরীর টাউন হলে এ সভার আয়োজন করা হয়।

এ সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির ১ নম্বর যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা সাইফুল ইসলাম, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মুসা কাজল, হালিম মৃধা, জহিরুল ইসলাম লিটু, সদস্য নওশাদ নান্টু, আরিফুর রহমান বাবু, দুলাল গাজী, নুরুল ইসলাম পনিরএ্যাড. সাইদ খোকন প্রমুখ।বিভিন্ন ওয়ার্ডের পক্ষ থেকে বক্তব্য রাখেন—১ নং ওয়ার্ডের সাইদুর আলম খান, ৪ নং ওয়ার্ডের আলম সিকদার, ৭ নং ওয়ার্ডের মোরশেদ আলম কচি, ৬ নং ওয়ার্ডের মোস্তাফিজুর রহমান রাঙ্গু, ১৩ নং ওয়ার্ডের মতিউর রহমান মিঠু, ২২ নং ওয়ার্ডের মনোয়ার হোসেন চুন্নু, ২১ নং ওয়ার্ডের জাহিদুর ইসলাম সমির, ১৫ নং ওয়ার্ডের গেলাম হায়দার মামুন, ২৫ নং ওয়ার্ডের আবেদ মোল্লা, ১৫ নং ওয়ার্ডের রফিকুল ইসলাম রফিক, ছাত্রদলের আশিক হাওলাদার, ১৪ নং ওয়ার্ডের রুম্মান সিকদার, ২৮ নং ওয়ার্ডের সুলতান শরীফ, ১৯ নং ওয়ার্ডের মোস্তাফিজুর রহমান বাবুসহ আরও অনেকে।

বক্তারা তাদের বক্তব্যে আফরোজা খানম নাসরিনকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল সদর আসনের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার দাবি জানান

তাদের দাবির প্রতি সম্মান জানিয়ে আফরোজা খানম নাসরিন বলেন, “বিষয়টি আমি কেন্দ্রীয় নেতৃত্বের কাছে তুলে ধরবো। দল যাকে মনোনয়ন দেবে, তার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

চূড়ান্ত মনোনয়ন যেই পান না কেন, সভায় উপস্থিত নেতাকর্মীদের একটাই বার্তা—দলীয় ঐক্যের মাধ্যমে বরিশালে বিএনপিকে আরও শক্তিশালী করা