ঢাকাবুধবার , ১ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বাবুগঞ্জে  যুবদল নেতৃবৃন্দের সাথে বিএনপি’র ভাইস চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ক্রাইম টাইমস রিপোর্ট
অক্টোবর ১, ২০২৫ ১২:২০ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....
সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি :: বাবুগঞ্জ উপজেলা যুবদল নেতৃবৃন্দের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এডভোকেট জয়নুল আবেদীনের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৩০ সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল ৩টায় বাবুগঞ্জ উপজেলার কামিনী রেস্তোরাঁর হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ রাকিবুল হাসান খান রাকিব-এর সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম রাফিল-এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট জয়নুল আবেদীন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান ও সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স। বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের  সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইউনুস আলী রবি।
সভায় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা তাদের নানা সমস্যা, সাংগঠনিক দুর্বলতা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তারা দ্রুত সময়ে যেসব  ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের কমিটি গঠন হয়নি সেসব কমিটি পুনর্গঠনের দাবি জানান এবং দলকে শক্তিশালী করতে গঠনতান্ত্রিক পদ্ধতিতে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।
প্রধান অতিথি এডভোকেট জয়নুল আবেদীন নেতাকর্মীদের ধৈর্য ও ঐক্য ধরে রেখে আন্দোলন সংগ্রামের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান এবং আশ্বস্ত করেন যে, ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে।
এদিকে মতবিনিময় সভায় নেতাকর্মীরা প্রকাশ্যে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন। তারা অভিযোগ করেন, ইউনিয়ন যুবদলের কয়েকটি কমিটিতে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির কর্মী-সমর্থকদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যা দলীয় আদর্শ ও শৃঙ্খলার পরিপন্থী।
নেতাকর্মীরা বলেন, দলের বিভিন্ন প্রোগ্রাম ও সমাবেশে প্রকৃত ত্যাগী যুবদল কর্মীদের অবমূল্যায়ন করা হয়। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিংবা মঞ্চে তাদের জায়গা না দিয়ে সুযোগসন্ধানীদের সামনে আনা হয়। এসব অনিয়মের বিরুদ্ধে তারা কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত যুবদলের নেতারা বলেন, জামায়াতে ইসলামীর কিছু নেতা বিভিন্ন সময় বিএনপির নেতাকর্মীদের নাম ব্যবহার করে অপব্যবসা ও ব্যক্তিস্বার্থে লিপ্ত হচ্ছেন। এতে মাঠ পর্যায়ের কর্মীরা বিব্রতকর অবস্থায় পড়েন এবং রাজনৈতিকভাবে চাপে থাকেন। তারা এ বিষয়ে দলকে কঠোর অবস্থান নিতে আহ্বান জানান।
নেতাকর্মীরা জানান, এসব অব্যবস্থা ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড রুখে দিয়ে দলীয় শৃঙ্খলা ও আদর্শ রক্ষা করতে হবে, নইলে মাঠ পর্যায়ে আস্থার সংকট দেখা দেবে।
তবে নেতাকর্মীরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল ৩ আসনে এডভোকেট জয়নুল আবেদীন কে বিজয়ী করতে সবাই একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভায় বাবুগঞ্জ উপজেলা যুবদলের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।