ঢাকাবৃহস্পতিবার , ২ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে জাকের পার্টির জনসভা, নির্বাচনী প্রস্তুতির ডাক

ক্রাইম টাইমস রিপোর্ট
অক্টোবর ২, ২০২৫ ৭:১০ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নাজমুল হক মুন্না :: বরিশালের বন্দর থানার চরকাউয়া ইউনিয়নের পুলেরহাট বাজারে আজ জাকের পার্টির এক সাংগঠনিক জনসভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়।

জনসভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল-৫ (সদর) আসনের জাকের পার্টির সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী এবং দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মিজানুর রহমান (বাচ্চু)। তিনি বলেন, “জনগণের আস্থা অর্জন করে শান্তি, মানবতা ও উন্নয়নের রাজনীতি গড়ে তুলতে হবে।” তিনি দলীয় নেতা-কর্মীদের আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে বলেন।

সভায় আরও বক্তব্য দেন জাকের পার্টি বরিশাল মহানগরের সহসভাপতি ইঞ্জিনিয়ার আবুল হোসেন ও মোতাহার উদ্দিন, সাধারণ সম্পাদক হাসান ইমাম মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক তৌফিক তালুকদার, সাংগঠনিক সম্পাদক নওয়াজিস বিন মিজান নাসিফ।

যুব স্বেচ্ছাসেবক ফ্রন্টের সিদ্দিকুর রহমান, ওলামা ফ্রন্টের সাইফুল ইসলাম, বন্দর থানা শাখার নেতৃবৃন্দ বাবুল মোল্লা, মাছুম গাজী, মিলন গাজী, মনির হোসেন, মো. সুরুজ এবং ছাত্রফ্রন্টের শুভ সভায় বক্তব্য দেন।

সভায় সভাপতিত্ব করেন চরকাউয়া ইউনিয়ন জাকের পার্টির সভাপতি ফারুক হাওলাদার।

দলীয় নেতাকর্মী ছাড়াও স্থানীয় জাকেরান, আশেকান ও সাধারণ মানুষের উপস্থিতিতে সভাস্থলে উৎসবমুখর পরিবেশ তৈরি