
নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বরিশাল মহানগরীর ৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ অক্টোবর) বিকেলে নগরীর ৬নং ওয়ার্ডে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরীন। তিনি তার বক্তব্যে বলেন, “তারেক রহমানের প্রণীত ৩১ দফা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার রূপরেখা। এই কর্মসূচি বাস্তবায়নে তৃণমূল থেকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।”
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা বলেন, বর্তমান সরকারের দমন-পীড়ন ও স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার জন্য বিএনপির প্রতিটি কর্মীকে মাঠে থেকে জনগণের পাশে থাকতে হবে।
সভায় বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত থেকে তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।


