
নিজস্ব প্রতিবেদক :: শুক্রবার বিকাল ৪টায় বরিশাল টাউনহল চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখার উদ্যোগে গণমিছিল নগর সভাপতি প্রফেসর লোকমান হাকীম এর সভাপতিত্বে ও নগর সেক্রেটারী মাওলানা আবুল খায়ের এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। মিছিল পূর্ব সমাবেশে বক্তারা বলেন- পিআর পদ্ধতিতে ভোটাররা ব্যক্তি প্রার্থীকে নয় বরং দলকে ভোট দেন। এ কারণে অনেকে বলেন পিআর পদ্ধতিতে ভোটাররা তাদের আসনে কে এমপি হবেন তা জানতে পারে না। মূলত: তা সত্য নয়, বরং পিআর পদ্ধতিতে প্রতি আসনে ওই আসনের জনপ্রিয় ব্যক্তিরই এমপি হওয়ার সম্ভাবনা জোরালো হবে। কেননা প্রত্যেক দলই সকল আসনের জন্যই তাদের প্রার্থী তালিকা তৈরী করে রাখবে। ঘন ঘন সরকার পরিবর্তন হওয়া আর রাজনৈতিক অস্থিতিশীল হওয়া এক কথা নয়। ইতালিতে ঘন ঘন সরকার পরিবর্তন হলেও ইতালি রাজনৈতিকভাবে অস্থিতিশীল দেশ না। আবার বাংলাদেশে ১৯৮১ সাল থেকেই সরকার প্রায় পূর্ণমেয়াদে ক্ষমতাসীন ছিলো। তাই বলে বাংলাদেশ রাজনৈতিক স্থিতিশীল দেশ হয়ে যায়নি। বাংলাদেশে মৌলিক কোন বিভাজনও নাই। দলগত বিভাজন আছে, সে বিভাজন নিয়েও আমাদের দেশে জোট মহাজোটের রাজনীতি ও সরকার আমরা দেখেছি। ফলে পিআর হলে সরকার ঘন ঘন বদলে যাবে এ ধারণা অমূলক।
যারা ভোটে ৩৩%-৪৮% জনসমর্থন নিয়ে প্রায় শতভাগ ক্ষমতা চর্চা করার মতো অনৈতিক সুবিধা চায় তারাই পিআর এর বিরোধীতা করে। সমাবেশে বক্তব্য রাখেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল নগর সহ-সভাপতি মাওলানা সৈয়দ নাছির আহমাদ কাওছার, মাওলানা ইদ্রিস আলী, নগর জয়েন্ট সেক্রেটারী মাওলানা আজিজুল হক, নগর এসিস্ট্যান্ট সেক্রেটারী মুফতী নাসির উদ্দিন নাইস, নগর সাংগঠনিক সম্পাদক এইচএম হাসানুজ্জামান মিরাজ, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ বরিশাল মহানগর সেক্রেটারী মাওলানা আবু জাফর সালেহ্, জাতীয় শিক্ষক ফোরাম বরিশাল মহানগর সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিক ত্বহা, ইসলামী আইনজীবী পরিষদ বরিশাল মহানগর সভাপতি অ্যাডভোকেট শেখ আব্দুল্লাহ নাসির, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সভাপতি মুফতি মুহিবুল্লাহ কাজেমী, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সভাপতি মাওলানা রেজাউল করীম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সভাপতি গাজী মুহাম্মাদ রেদোয়ান।